শ্রুতিদিগন্তের তৃতীয় মিলন উৎসব

গোটা রাজ্য জুড়ে শ্রুতি নাটকের প্রচার-প্রসার এবং শ্রুতি নাটকের দর্শক তৈরি করার উদ্যোগে শ্রুতিনাটক গোষ্ঠীগুলির পক্ষ থেকে তৈরি করা হয়েছে শ্রুতিদিগন্ত| শ্রুতিদিগন্তের তৃতীয় মিলন উৎসব আয়োজিত হল গত শনিবার,গোলপার্ক ইনস্টিটিউট অফ কালচারে | আয়োজনে বিদূষক শ্রুতি নাটক গোষ্ঠী | অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. বি ডি মুখোপাধ্যায়,অশোক মুখোপাধ্যায়,মধুমিতা বসু,রঞ্জনা ভঞ্জ সহ অনেক বিদগ্ধ মানুষ | রাজ্যের মোট ১৩ টি জেলা থেকে প্রতিনিধি দল উপস্থিত ছিলেন | মঞ্চস্থ হয়েছে কলকাতা এবং জেলা মিলিয়ে মোট ২৩ টি দলের শ্রুতিনাটক| বিদূষকের কর্ণধার শ্রীমতি বলাকা চন্দ্র জানিয়েছেন,”এই অনুষ্ঠান ব্যাপক সাড়া ফেলেছে ইতিমধ্যেই | এমন সাড়া পেলেই অনুষ্ঠান করার তাগিদটা বেড়ে যায় আরও |” আগামী প্রজন্মের জন্য শ্রুতিদিগন্ত একটা বড় প্ল্যাটফর্ম হবে এমনটাই মনে করছেন শ্রুতিনাটক প্রেমীরা|

আরও পড়ুন- হলদিয়া পুরসভায় ‘ডেভলপমেন্ট ট্যাক্স’ কেন? রিপোর্ট তলব অভিষেকের

Previous articleAsia Cup Hockey: এশিয়া কাপ হকিতে মধুর প্রতিশোধ ভারতের, জাপানকে ২-১ গোলে হারাল তারা
Next articleফুল ফুটুক না ফুটুক, উৎপল সিনহার কলম