ফের আদালতে হাজিরা দিতে যাচ্ছেন কুণাল ঘোষ। এবার ত্রিপুরার আদালত। পশ্চিমবঙ্গ তৃণমূলের সাধারণ সম্পাদক তথা দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছে ত্রিপুরা পুলিশ। অভিযোগ, কুণাল ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন।
ঠিক কী ঘটেছিল?
কয়েকমাস আগে ত্রিপুরায় পুরভোটের প্রচারে এসে কুণাল ঘোষের নাকি সীতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। সেই অভিযোগের ভিত্তিতে পাঁচটি পৃথক মামলায় আদালতে চার্জশিট জমা করেছে ত্রিপুরা পুলিশ। এর মধ্যে একটি চার্জশিটের ভিত্তিতে কুণাল ঘোষ ৩০মে, সোমবার অমরপুর আদালতে হাজিরা দেওয়ার সমন পাঠানো হয়েছিল।
আইন ও আদালতকে সম্মান জানিয়ে কুণাল ঘোষ অমরপুর আদালতে হাজিরা দিতে রবিবার কলকাতা থেকে আগরতলা চলে আসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “ত্রিপুরা পুরভোটের প্রচারে এসে আমি সীতার পাতাল প্রবেশ নিয়ে একটি মন্তব্য করেছিলাম। যেটা রামায়ণে উল্লেখ রয়েছে। বিকৃত কিছু নয়। আমি বলেছিলাম, মা সীতাকে কেন পাতাল প্রবেশ করে নিজেকে সরিয়ে নিতে হল? এরপর পুলিশ কিছু ভিত্তিহীন মামলা আমার বিরুদ্ধে দেয়। সেই কারণেই আমাকে সমন পাঠানো হয়। আইনকে সম্মান জানিয়ে সোমবার অমরপুর কোর্টে যাব।”
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর মুখ বদলালে সরকার বদল নয় কেন? ত্রিপুরা উপনির্বাচনের প্রচারে প্রশ্ন কুণালের