Wednesday, May 7, 2025

অভিষেকের মন্তব্যে কলঙ্কিত নয় বিচারব্যবস্থা, মামলা খারিজ করে জানাল হাইকোর্ট 

Date:

অভিষেকের মন্তব্যে কলঙ্কিত নয় বিচারব্যবস্থা: মামলা খারিজ করে জানাল হাইকোর্ট

 

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (TMC)অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ। অভিষেকের মন্তব্য নিয়ে এই মূহুর্তে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের প্রয়োজন নেই। অভিষেকের মন্তব্যে বিচারব্যবস্থা কলঙ্কিত হয়েছে বলে মনে করে না আদালত। সেই কারণেই এই মামলা খারিজ করেছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ।

 

‘বিচারব্যবস্থায় দু’একজন তল্পিবাহকের কাজ করছেন’, হলদিয়ার সভা থেকে এই মন্তব্য করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর জেরে তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। সোমবার, আদালতের কাছে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের আর্জি জানান আইনজীবী কৌস্তভ বাগচী। মামলা দাখিল করে। এদিন দুপুর ২টোর পর মামলার শুনানি হয়। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের শুনানিতে

 

আদালত বলে, বিচারব্যবস্থা যথেষ্ট মজবুত। অভিষেকের মন্তব্যে বিচারব্যবস্থা কলঙ্কিত হয়নি বলে মন্তব্য করে বিচারপতি।

 

হলদিয়ায় শ্রমিক সমাবেশের মঞ্চ থেকে বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করেন অভিষেক। তিনি বলেন, “আমার বলতে লজ্জা লাগে বিচারব্যবস্থায় এক দু’জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে তল্পিবাহক হিসাবে কাজ করছেন। তারা à§§ শতাংশ হবে। কিছু হলেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে। খুনের মামলায় স্থগিতাদেশ দিচ্ছে। আদালত নিরাপত্তা দিতে পারে। অধিকার আছে। কিন্তু খুনের মামলায় স্থগিতাদেশ?” এই মন্তব্য নিয়ে বিরোধীরা জলঘোলা করার চেষ্টা করলেও হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল এই বিষয় নিয়ে চর্চার প্রয়োজন নেই।

 

 

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version