Wednesday, May 7, 2025

সীতার পাতাল প্রবেশ নিয়ে মন্তব্যের জেরে মামলা, ত্রিপুরার কোর্টে পৌঁছলেন কুণাল

Date:

ত্রিপুরা পুরনিগমের নির্বাচনের সময় ভোট প্রচারে এসে বিজেপির “জয় শ্রীরাম” স্লোগানকে কাউন্টার করে সীতার পাতাল প্রবেশ এবং তাঁর দুর্দশা নিয়ে নিয়ে মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তার জেরে ত্রিপুরার পাঁচটি থানায় অভিযোগের ভিত্তিতে মামলা হয়। এদিন সেই সংক্রান্ত একটি মামলায় গোমতী জেলার অমরপুর আদালতে হাজিরা দিলেন কুণাল ঘোষ। সোমবার সকাল ১০টার মধ্যে তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তীর সঙ্গে আদালতে পৌঁছে যান তৃণমূল নেতা। কোর্ট থেকে প্রায় ৩কিলোমিটার আগে পাহাড়ি রাস্তায় স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা কুণালের কনভয়ের সঙ্গে বাইক মিছিল করে আদালত পর্যন্ত যান। তবে কুণালের অনুরোধে কর্মী-সমর্থরা কেউ আদালতের ভিতরে যাননি। আদালতের বাইরেই তাঁরা ভিড় করে দাঁড়িয়ে ছিলেন।


আরও পড়ুন:আজ শ্যামনগরে অভিষেকের মেগা সভা, অধীর অপেক্ষায় তৃণমূলের নেতাকর্মীরা






এই মামলায় কুণালের বিরুদ্ধে আদালতে ৫টি থানা পৃথকভাবে চার্জশিট পেশ করেছে ত্রিপুরা পুলিশ। অভিযোগ, কুণাল ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। আইন ও আদালতকে সম্মান জানিয়ে কুণাল ঘোষ অমরপুর আদালতে হাজিরা দিতে একদিন আগেই কলকাতা থেকে আগরতলা চলে আসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “ত্রিপুরা পুরভোটের প্রচারে এসে আমি সীতার পাতাল প্রবেশ নিয়ে একটি মন্তব্য করেছিলাম। যেটা রামায়ণে উল্লেখ রয়েছে। বিকৃত কিছু নয়। আমি বলেছিলাম, মা সীতাকে কেন পাতাল প্রবেশ করে নিজেকে সরিয়ে নিতে হল? এরপর উদ্দেশে প্রণোদিতভাবে পুলিশ কিছু ভিত্তিহীন মামলা আমার বিরুদ্ধে দেয়। সেই কারণেই আমাকে সমন পাঠানো হয়। আইনকে সম্মান জানিয়ে সোমবার অমরপুর কোর্টে যাব।”

Related articles

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...

দিলীপ নিয়ে দলবদলু নেতাদের মুখে কুলুপের নির্দেশ বিজেপির, বৈঠকে ডাক পাননি প্রাক্তন রাজ্য সভাপতি

প্রথমে বিয়ে। তারপর সস্ত্রীক রাজ্য সরকারের আমন্ত্রণ রক্ষার্থে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনে উপস্থিতি। আর এই নিয়েই বিজেপির প্রাক্তন...
Exit mobile version