Sunday, August 24, 2025

প্রতিশোধের কারণেই হত্যা সিধুর! ছেলের হত্যাকাণ্ডে সিবিআই দাবি বাবার

Date:

রবিবার সন্ধ্যায় নেতা তথা পাঞ্জাবের গায়ক সিধু মুসে ওয়ালাকে (Sidhu Moose Wala)গুলি করে হত্যা করা হয়।ছেলের মৃত্যুর তদন্তে সিবিআই(CBI) ও এনআইএ (NIA)দাবি করে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-(Bhagwant Mann)কে চিঠি লিখলেন সিধু মুসেওয়ালা-র বাবা বালকৌর সিং(Balkaur Singh)।

দিনেদুপুরে প্রকাশ্যে নৃশংসভাবে খুন পাঞ্জাবের জনপ্রিয় গায়ক-নেতা সিধু মুসে ওয়ালার (Sidhu Moose Wala)। দুষ্কৃতীদের গুলিতে নির্মমভাবে মৃত্যু হল ২৮ বছরের এই তরুণের। এই চাঞ্চল্যকর হত্যার ঘটনায় শোরগোল পড়ে গেছে পাঞ্জাব রাজনৈতিক মহলে। সাধারণ থেকে  বিনোদন জগত থেকে পুলিশের প্রশাসন স্থম্ভিত। কেউ বিশ্বাস করতে পারছেন না।

হত্যাকাণ্ডের তদন্তে SITগঠন করল পুলিশ। তদন্তকারীদের দাবি, ইতিমধ্যে এই ঘটনার দায় স্বীকার করেছে কানাডার (Canada-based)কুখ্যাত গ্যাংস্টার সতীন্দ্র সিং ওরফে গোল্ডি ব্রার(Goldi Brar) সুদূর কানাডায় বসে হত্যার ছক কষেছিলেন।গোল্ডির পরিকল্পনায় তাঁর ডানহাত লরেন্স বিষ্ণোই(LawrenceBishnoi)।ফেসবুকে গোল্ডি জানিয়েছেন, তাঁর সহযোগীর হত্যা মামলায় সিধুর নাম জড়িয়েছিল। প্রতিশোধস্বরূপই সিধুকে হত্যা তদন্তকারীদের হাতে এসেছে একটি সিসিটিভি ফুটেজও।দিন গড়াচ্ছে আর  নানা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তাঁদের হাতে। এখনও পর্যন্ত মোট ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন:BLRO অফিসের কাজ দোকানে টাকা নিয়ে হচ্ছে: তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

একটি সিসিটিভি ফুটেজ (CCTV Footage)যেখানে দেখা গিয়েছে, একটি কালো এসইউভি গাড়িতে ছিলেন সিধু। তাঁর গাড়ির পিছু ধাওয়া করে অন্য দু’টি গাড়ি। সিধু গাড়ি নিয়ে বেরনোর পরেই  দুটি গাড়ি তাঁকে ধাওয়া করে।বাঁক ঘোরার পরই সব শেষ। মনে করা হচ্ছে তিনদিক থেকে ঘিরে ধরে তাঁকে এলোপাথাড়ি গুলি চালানো হয়।

সিধুর গাড়ির সামনের কাচে ১৪টি গুলির চিহ্ন মিলেছে। বনেটে মিলেছে ৩টি গুলির চিহ্ন। এছাড়াও সামনের আসন গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। মোট ৩০টি গুলি চলেছে বলে পুলিশ সূত্রে দাবি। তাদের সঙ্গে ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র।হত্যাকাণ্ডের পর থেকেই সিধুর বাড়ির নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। সোমবার সকালে শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করতে সিধুর বাড়িতে যান পাঞ্জাবের কংগ্রেসের সভাপতি অমরিন্দর সিং রাজা।




Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version