Tuesday, May 6, 2025

সোমবার চূড়ান্ত ফলাফল ঘোষণা হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ইউপিএসসি সিভিল সার্ভিস ২০২১ পরীক্ষার।সুখের খবর এটাই ভাল করেছেন বাংলার ছাত্রছাত্রীরাও। প্রথম পঞ্চাশের মধ্যে রয়েছেন তাঁরা।ইউপিএসসি-র অফিশিয়াল সাইট upsc.gov.in-এ গিয়ে সিভিল সার্ভিস ফাইনাল রেজাল্ট দেখে নিতে পারবেন।

পরিসংখ্যান অনুযায়ী ভারতে প্রথম তিনটি স্থানাধিকারী মহিলাই। সেরা তিনটি পদই মেয়েদের দখলে গিয়েছে। প্রথম স্থানাধিকারী শ্রুতি শর্মা সেন্ট স্টিফেনস কলেজ ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। দ্বিতীয় ও তৃতীয় স্থানেও রয়েছেন মহিলা প্রার্থী।দ্বিতীয় স্থানে অঙ্কিতা আগরওয়াল এবং তৃতীয় স্থানে রয়েছেন গামিনী সিংলা। ভাল করেছেন বাংলার ছাত্রছাত্রীরাও। প্রথম পঞ্চাশের মধ্যে রয়েছেন তাঁরা।

কমিশন তরফে বলা হয় এ বছর সিভিল সার্ভিস পরীক্ষায় ৬৮৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে প্রথম ১০ জন হলেন, শ্রুতি শর্মা, অঙ্কিতা আগরওয়াল, গামিনী সিঙ্গলা, ঐশ্বর্য শর্মা, উত্তর্ক দ্বিবেদী, যক্ষ চৌধুরী, সম্যক এস জৈন, ইশিতা রাঠি, প্রীতম কুমার এবং হরকিরাত সিং রনধাওয়া।

পরীক্ষায় পাশ করা ৬৮৫ জনের মধ্যে জেনারেল থাকবেন ২৪৪ জন। বাকি ২০৩ জন অনগ্রসর শ্রেণি (OBC), ১০৫ জন তফসিলি জাতি (SC), ৬০ জন তফসিলি উপজাতি (ST) শ্রেণির। কমিশনের তরফে বলা হয়েছে, “UPSC এর ক্যাম্পাসে পরীক্ষার হলের কাছে একটি ‘হেল্প ডেস্ক’ রয়েছে। প্রার্থীরা তাদের পরীক্ষা এবং নিয়োগ সংক্রান্ত যে কোনও তথ্য,নিয়োগের তারিখে সকাল ১০টা থেকে বিকেল à§« টার মধ্যে ব্যক্তিগতভাবে বা ২৩৩৮৫২৭১ নম্বরে ফোন করে জানতে পারেন। এছাড়াও ফল ঘোষণার তারিখ থেকে à§§à§« দিনের মধ্যে প্রাপ্ত নম্বর পাওয়া যাবে।”

আরও পড়ুন:ঠিক জায়গায় ঢিলটা পড়েছে: মন্তব্য-বিতর্কে শ্যামনগরের জনসভা থেকে রাজ্যপালকে ধুয়ে দিলেন অভিষেক

 

 

Related articles

জাফরাবাদে জোড়া খুন মামলায় সিবিআই তদন্তের আবেদন শুনলো না সিঙ্গল বেঞ্চ

ওয়াকফ অশান্তির জেরে মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে বাবা- ছেলের খুনের ঘটনায় সিবিআই তদন্তের (CBI investigation)আবেদন শুনলেন না কলকাতা হাইকোর্টের...

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...
Exit mobile version