Monday, August 25, 2025

কোচিং ছাড়াই ইউপিএসসিতে ঊত্তীর্ণ হয়ে তাক লাগিয়ে দিলেন তেহট্টের দিয়া

Date:

কোনও গতানুগতিক ট্রেনিং বা কোচিং নয়।ছকে বাঁধা পড়াশুনোও কোনওদিন করেননি। শুধু ছিল অদম্য জেদ আর অধ্যাবসায়। তাতেই কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনে বাজিমাত করলেন নদীয়ার তেহট্টের বেতাইয়ের মেয়ে দিয়া গোলদার। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের মেধাতালিকায় ৬১২ র‍্যাঙ্ক করেন দিয়া।


আরও পড়ুন:পুরুলিয়ার উন্নয়নে একাধিক ঘোষণা, কর্মিসভা থেকে আর কী বললেন মমতা


খড়্গপুর আইআইটির ছাত্রী দিয়া করোনা আবহের মধ্যেই ঠিক করে নিয়েছিলেন ইউপিএসসি-এর জন্য প্রস্তুতি নেবেন। সেইমতো নিজের মতো করেই শুরু করেন পড়াশুনোও। দিয়ার বাবা অজিত গোলদার জানান, মেয়ের সিদ্ধান্তকে সবসময়ই স্বাগত জানিয়েছেন তিনি। সেইমতো মেয়েকে সবসময় উৎসাহ ও সহযোগিতাও করেছেন। তবে বিনা কোচিং-এ মেয়ের এমন রেজাল্টে উচ্ছ্বসিত দিয়ার মা শান্তা গোলদার। তিনি জানান,”কোচিং ছাড়াই মেয়ের এমন সাফল্য আমি অভিভূত”।


কী করে এমন অসাধ্যসাধন করলেন দিয়া? প্রশ্নের উত্তরে তিনি বলেন, ” নিজের মতো করে নোটস তৈরি করেছি। কখনও প্রাক্তন টপারদের সঙ্গে কথা বলে বা কখনও ইন্টারনেটকে কাজে লাগিয়ে কোচিং ছাড়াই প্রস্তুতি নিয়ে ফেলি। চলতি বছরের জানুয়ারি মাসে পরীক্ষাতে বসার পর এপ্রিল মাসে ভাইবাতে ডাক পাই।সোমবার রেজাল্ট আউট হলে জানতে পারি সাতশোর মধ্যে আমার র‍্যাঙ্ক ৬১২।”


পরিবারের মেয়ের এমন সাফল্যে খুশি সকলেই। গর্বিত দিয়ার দিয়ার কাকু-কাকিমাও। ইতিমধ্যেই ভাইঝির সাফল্যে শুরু হয়েছে মিষ্টি বিলি।

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version