Monday, August 25, 2025

প্রেসক্রিপশন ছাড়াই মিলবে ওষুধ, বিজ্ঞপ্তি প্রকাশ স্বাস্থ্যমন্ত্রকের

Date:

এবার থেকে শপিং মলে(shopping mall) মিলবে ওষুধ। প্রেসক্রিপশন (prescription)ছাড়াই পাবেন প্যারাসিটামল (Paracetamol)বা চুলকানির ওষুধ। কোষ্ঠকাঠিন্যের (constipation) ওষুধ কিনতে হলে এবার আর ওষুধের দোকানে ছুটতে হবে না, বাড়ির সামনের স্টেশনারি দোকানে(stationery shop)  পেয়ে যাবেন সহজেই, এমন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্যমন্ত্রক( ministry of health and family affairs)।

শরীর অসুস্থ হলে চিকিৎসা করতে হয়। তার জন্য ওষুধ খেতে হয়। এবার থেকে সেই ওষুধ কিনতে আর আপনাকে ওষুধের দোকানে যেতে হবে না। নিজের এলাকার স্টেশনারি দোকানে বা ধরুন শপিং করতে গিয়ে শপিং মলেই পাওয়া যাবে বেশ কিছু ওষুধ। তার জন্য প্রেসক্রিপশন লাগবেনা।স্বাস্থ্যমন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  এই তালিকায় ১৬টি ওষুধ রয়েছে। যা এখন থেকেই বিক্রি হবে যে কোনও শপিং মলে। অর্থাৎ এখন থেকে এই ১৬টি ওষুধকে ‘ওভার দ্য কাউন্টার সেল’ হিসাবে চিহ্নিত করল কেন্দ্র। কিন্তু প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কেনা কতটা সঠিক সিদ্ধান্ত?  আর কী করেই বা  তাতে সায় দিল কেন্দ্র উঠছে প্রশ্ন । স্বাস্থ্য মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেশ কিছু রোগের চিকিৎসা শুরু করার জন্য আর চিকিৎসকের প্রেসক্রিপশনের প্রয়োজন হবে না। ফলে দ্রুত ওষুধ কিনতে পারলে রোগীর পক্ষে মঙ্গলজনক হবে। কোন কোন ওষুধ রয়েছে তালিকায়?

• জ্বর-সর্দির জন্য ব্যবহৃত প্যারাসিটামল-৫০০ (Paracetamol 500)
• ফেরিডামিন জাতীয় চুলকানির ওষুধ
• ক্যালামাইন লোশন জাতীয় অ্যান্টিসেপটিক
• কাশি কমানোর ডেক্সট্রমেথফোর্ন হাইড্রব্রোমাইড
•  ফেরিডামিন জাতীয় ওষুধ
• ডাইফেনহাইড্রেমাইন ২৫ মিলিগ্রাম ক্যাপসুল( এলার্জি কমানোর ওষুধ)
•  ল্যাকটুলোজ সলিউশন (১০ মিলিগ্রাম)
• জাইলোমেটাজোলাইন হাইড্রোক্লোরাইড

এখন প্রশ্ন উঠছে এই সিদ্ধান্তের ফল হিতে বিপরীত হবে না তো ? স্বাস্থ্যমন্ত্রকের ওভার দ্য কাউন্টার সেল’ বিজ্ঞপ্তি জানিয়ে দোকানদার বা বিক্রেতার জন্য কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। প্রথমত, যেহেতু প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেওয়া হচ্ছে,তাই ওষুধের প্যাকেটের সঙ্গে ‘পেশেন্ট ইনফরমেশন লিফলেট’ জুড়ে দিতে হবে। অর্থাৎ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
দ্বিতীয়ত,এমআরপি – এর থেকে বেশি দামি ওষুধ বিক্রি হবে না।
তৃতীয়ত, রোগীকে পাঁচদিনের বেশি ওষুধ বিক্রি করা যাবে না।

তবে মাথায় রাখতে হবে এই ওষুধ খেয়েও যদি রোগ না কমে বা কোনরকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সে ক্ষেত্রে, ডাক্তারের সঙ্গে অবিলম্বে পরামর্শ করা দরকার।



Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version