Sunday, May 4, 2025

ভয়াবহ মূল্যবৃদ্ধির জেরে নাকাল দেশবাসী। তবে উত্তরপ্রদেশের(UttarPradesh) যোগী সরকার(Yogi Govt) মেতে রয়েছে গরু নিয়ে। এবার গোরক্ষায় নতুন আইন আইন চলেছে যোগী সরকার। জানা গিয়েছে এবার থেকে উত্তরপ্রদেশে গোমাতাকে পরিত্যাগ করলে দায়ের হবে এফআইআর। মামলা দায়ের হবে পশুর বিরুদ্ধে নিষ্ঠুরতা আইনে। সাস্তি হিসেবে হতে পারে জেল ও জরিমানা। সোমবার উত্তরপ্রদেশ বিধানসভায় নয়া এই আইনের ঘোষণা করেছেন যোগী রাজ্যের পশুপালন মন্ত্রী ধরমপাল সিং।

সোমবার উত্তরপ্রদেশ বিধানসভায় সমাজবাদী পার্টির এক বিধায়ক জানতে চান, বেওয়ারিস অসুস্থ গরুর আক্রমণে রাজ্যে যাঁদের মৃত্যু হচ্ছে, তাঁদের আর্থিক সাহায্য দানের বিষয়ে কী ভাবছে সরকার? এর উত্তরেই পশুপালন মন্ত্রী ধরমপাল জানান, যে সব কৃষক ‘পরিত্যক্ত’ গরু রাস্তাঘাট ছেড়ে দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে একটি আইন প্রণয়ন করেছে যোগী সরকার। এক্ষেত্রে এফআইআর দায়ের হবে অভিযুক্তদের বিরুদ্ধে। পশুর বিরুদ্ধে নিষ্ঠুরতা আইনে মামলা হবে। পাশাপাশি মন্ত্রী বলেন, ‘সরকার গুরুত্ব সহকারে গোশালা তৈরির কথা ভাবছে। এছাড়াও গবাদি পশুর সুরক্ষায় একটি অভয়ারণ্যের ভাবনা রয়েছে। তবে অন্য পশুদের অভয়ারণ্যে গরুকে রাখা হবে না কারণ গরু আমাদের মা।’

মন্ত্রীর কথায়, “গরুর দুধ, দই, ঘি, গোবর উত্তম বস্তু। গোবরে মা লক্ষ্মী থাকেন। গোমূত্রে মা গঙ্গার নিবাস। অন্য বন্যপ্রাণী আর পরিত্যক্ত গরুর মধ্যে তফাৎ রয়েছে। গরুর সুরক্ষার বিষয়ে সরকার অবগত। এভাবে গরুকে বেওয়ারিস করে দেওয়া মেনে নেওয়া হবে না। ‘পরিত্যক্তি’ গবাদি পশুকে রাস্তাঘাটে ছেড়ে দেওয়া চলবে না।” উল্লেখ্য, উত্তরপ্রদেশে গরুর বাড়বড়ন্ত এক ভয়াবহ আকার ধারন করেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে রাস্তা ঘাটে চলাই এখন দায়। বেওয়ারিশ গরুর দৌরাত্ম্যে অতিষ্ঠ মানুষ প্রতিবাদ স্বরূপ গত বিধানসভা ভোটের সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভার মাঠে কয়েকশো গরু (Cow) ছেড়ে দিয়েছিলেন। এবার সেই পরিস্থিতি সামাল দিতে নতুন আইন আনল যোগী সরকার।




Related articles

কাশ্মীরের রমবানে খাদে সেনার গাড়ি, মৃত্যু ৩ জওয়ানের

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ জিগিরের মাঝেই ফের বিপর্যয় ভারতীয় সেনায় (Indian Army)। কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল তিন সেনা...

১৫ দিনে দ্বিতীয়বার! খড়গপুর আইআইটি-তে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

খড়গপুর আইআইটি-র হস্টেল থেকে মিলল আরও এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। মাত্র চার মাসের ব্যবধানে এই নিয়ে তৃতীয় মৃত্যু...

প্রয়াত ১২৯ বছর বয়সী দেশের প্রবীণতম ‘যোগী’ স্বামী শিবানন্দ বাবা

যোগেই (Yoga) রোগ মুক্তির কথা বলেছিলেন তিনি। জীবন দর্শনকে জীবনশৈলীতে বাস্তবায়িত করে দেখিয়েছেন। এবার শেষ হলো পথ চলা।...

অবশ্যই যেতে হবে: দিলীপের পথে জগন্নাথ মন্দিরের প্রশংসায় আরও এক বিজেপি সাংসদ

বাংলায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রতিষ্ঠা নিয়ে রাজনীতির খেলায় বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের সেই মন্দির প্রতিষ্ঠায় যাওয়া নিয়েও...
Exit mobile version