Friday, August 22, 2025

প্রয়াত জনপ্রিয় গায়ক কে কে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া শিল্পীমহলে। মঙ্গলবার কলকাতায় কনসার্ট শেষে হোটেলে ফিরে যান তিনি। অসুস্থতা বোধ করায় দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে । কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মঞ্চ মাতিয়ে মাত্র ৫৪ বছরেই স্তব্ধ কে কে-এর জীবন।


আরও পড়ুন:কে কে-এর মৃত্যুতে শোকস্তব্ধ শ্রেয়া-সনু থেকে শুরু করে গোটা সঙ্গীতমহল


১৯৬৮ সালে দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন কে কে। সেখানেই পড়াশোনা, সেখানেই বেড়ে ওঠা। দিল্লি ইউনিভার্সিটির একটি কলেজ থেকে কমার্সে স্নাতক পাশ করেন তিনি। এরপর কিছু সময় মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবেও কাজ করেছিলেন তিনি। সেসব ছেড়ে গানের টানে ১৯৯৪ সালে মুম্বই চলে আসেন কৃষ্ণকুমার কুন্নাথ।


জানা যায়, বলিউডে কাজের সুযোগ পাওয়ার আগে প্রায় সাড়ে ৩ হাজার জিঙ্গলস গেয়েছেন তিনি। ১৯৯৯ সালে ক্রিকেট বিশ্বকাপের সময় ভারতীয় ক্রিকেট দলের জন্য ‘জোশ অফ ইন্ডিয়া’ গান গেয়েছিলেন তিনি। এরপর হিন্দি ছবিতে গান গাওয়া।


কিংবদন্তি গায়ক কিশোর কুমার ছিলেন কৃষ্ণকুমার কুন্নাথের প্রেরণা। তাঁকে দেখেই মূলত সঙ্গীত জীবনে আসেন তিনি। এছাড়াও বিভিন্ন সাক্ষাৎকারে কেকে জানান, তিনি আর.ডি বর্মন, মাইকেল জ্যাকসন এবং আরও বেশ কয়েকজন হলিউড গায়কের অনুরাগী ছিলেন ।এ.আর রহমানের হিট গান ‘কাল্লুরি সালে’তে প্রথমবার গান গান কেকে। সেটিই ছিল প্লেব্যাক সিঙ্গার হিসেবে গাওয়া তাঁর প্রথম গান। কেবলমাত্র হিন্দি গানই নয়, কেকে গান গেয়েছেন একাধিক ভাষায়। বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন তিনি। ।
‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে ‘তড়প তড়প’ গানের হাত ধরে বলিউডে ডেবিউ হয় কে কে-র। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক গান সুপারহিট তকমা পেয়েছে। যেখানে হাত দিয়েছেন, সোনা ফলিয়েছেন কে কে। গোটা মুম্বই কেঁপেছে তাঁর গানের সুরে। স্টেজে তাঁর দাপট ছিল দেখার মতো।তবে কে কে অকালপ্রয়াণের কথা বিশ্বাসই করতে পারছেন না তাঁর অনুরাগীরা।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version