Friday, December 5, 2025

নজরুল মঞ্চে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে কলেজ ফেস্ট

Date:

Share post:

জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেকে-র মৃত্যুর জের। এবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে অনির্দিষ্টকালের জন্য বন্ধে হতে পারে কলেজ ফেস্ট। সরকারি এই প্রেক্ষাগৃহ বিভিন্ন কলেজ অনুষ্ঠানের জন্য দেওয়া হয়। কিন্তু প্রতিবারই কোনও না কোনও বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। তাই অনেক আগেই নজরুল মঞ্চে কলেজ পড়ুয়াদের অনুষ্ঠান নিয়ে আপত্তি জানিয়েছিল KMDA। কিন্তু আর নয়, কেকে-র অনুষ্ঠানকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ফের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আড়াই হাজার আসন বিশিষ্ট এই অত্যাধুনিক প্রেক্ষাগৃহে
প্রায় ৭হাজার দর্শক প্রবেশ করেছিল বলে অভিযোগ। খুব স্বভাভিকভাবেই ৭টি গেট খুলে রাখতে হয় নজরুল মঞ্চ কর্তৃপক্ষকে। ফলে সেন্ট্রাল এসি বিকল হয়ে যায়।

এ প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “কলেজ পড়ুয়াদের মধ্যে কেকে-কে নিয়ে প্রবল উন্মাদনা ছিল। কেকে এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় শিল্পী। কেকে-র পপুলারিটি এমনই যে, ইয়ং ব্রিগেড তাঁকে ছেঁকে ধরে। কেএমডিএ-এর পক্ষ থেকে আমায় বলা হচ্ছিল যে, কলেজগুলোকে আর নজরুল মঞ্চকে দেবেন না। কারণ ওরা সিটের উপর উঠে নাচানাচি করে। সিটগুলোর ক্ষতি হয়।”

এসি বিকল হওয়া প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “নজরুল মঞ্চের এসির যথেষ্ট ভালো। কিন্তু ২৭০০-র জায়গায় যদি ৭০০০ লোক ঢুকে পড়ে! অত্যধিক ভিড়ে গরম তো লাগবেই। শ্বাসপ্রশ্বাস নিতেও সমস্যা হবে। পাঁচিল টপকেও লোক ঢুকেছে। আটকানো যায়নি সেই স্রোতকে। এসি বন্ধ ছিল না। কিন্তু অত ভিড়ে কাজ করছিল না এসি। সব দরজা খোলা থাকায়, হাওয়া বেরিয়ে যাচ্ছিল।” সবমিলিয়ে KMDA আধিকারিকদের পরামর্শ মেনে কলেজের অনুষ্ঠানে আর নজরুল মঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে কলকাতা পুরসভা ও রাজ্য সরকার।




spot_img

Related articles

সোমেই কোচবিহার সফরে মমতা, প্রশাসনিক বৈঠকের সঙ্গে থাকছে জনসভাও 

আবারও উত্তরে মুখ্যমন্ত্রী। মালদহের গাজোলের সভা থেকে সাফ জানিয়েছিলেন তিনি ভোট চাইতে না বরং মানুষের দুশ্চিন্তা দূর করতে...

মন্ত্রীর ছেলের পাশে দাঁড়িয়ে অশালীন ভঙ্গি শাহরুখ-পুত্রের, সমালোচনার মুখে আরিয়ান

মাদক কাণ্ডে বদলে গেছিল জীবন, তাই অভিশপ্ত অধ্যায় কাটাতে কিছুটা সময় নিভৃতে যাপন করেছিলেন বটে কিন্তু বিতর্কের সঙ্গে...

ঘরে বসে বিশ্বকাপ দেখবেন! জল্পনা বাড়ালেন মেসি

বছর ঘুরলেই ফুটবল বিশ্বকাপ। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও নামবে ফেভারিটের তকমা নিয়ে। তবে চর্চায় একজনই তিনি লিও মেসি(Messi)।...

প্রযুক্তিগত সমস্যায় রাজ্যে ওয়াকফ সম্পত্তির ডিজিটাইজেশন প্রক্রিয়ার গতি শ্লথ

কেন্দ্রের ফতোয়ায় সমস্যায় রাজ্যের ওয়াকফ সম্পত্তির ডিজিটাইজেশন প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী ‘উম্মিদ’ পোর্টালে সমস্ত ওয়াকফ সম্পত্তির রেকর্ড...