Monday, August 25, 2025

বাংলার মুকুটে ফের নয়া পালক: বাড়ি বাড়ি পানীয় জল সংযোগে দেশের সেরা পশ্চিমবঙ্গ

Date:

Share post:

ফের বাংলাকে দেশের সেরা তকমা দিল কেন্দ্রের বিজেপি সরকার। এবার বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সংযোগে দেশের সেরা পশ্চিমবঙ্গ (West Bengal)। মে মাসেও দেশের সমস্ত রাজ্যকে টপকে এক নম্বর স্থান দখল করল পশ্চিমবঙ্গ। সেই জায়গায় ডবল ইঞ্জিনের সরকার উত্তরপ্রদেশ (Uttar Pradesh), গুজরাটের (Gujrat) মতো ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলি রয়েছে অনেক পিছিয়ে।

জনস্বাস্থ্য কারিগরি দফতর সূত্রে খবর, মে মাসে রাজ্যের গ্রামীণ এলাকায় ১ লাখ ৯৮ হাজার ৪৪৫টি বাড়িতে পরিস্রুত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। সেই জায়গায় উত্তরপ্রদেশ রয়েছে নবম স্থানে। মে মাসে বিজেপি (BJP) শাসিত ওই রাজ্যে মাত্র ৪৮ হাজার ৬০৭টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। বিজেপি শাসিত আর এক রাজ্য গুজরাটও রয়েছে ঢের পিছিয়ে। মে মাসে দেশের মধ্যে সপ্তম স্থানে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রাজ্য গুজরাটে ৮৪৬৬০টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে।

পশ্চিবঙ্গের পরেই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কর্ণাটক ও তামিলনাড়ু। মে মাসে কর্ণাটকে ১ লাখ ৮৫ হাজার ৩০৪টি এবং তামিলনাড়ুতে ১ লাখ ৫৯ হাজার ২০৮টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। চতুর্থ স্থানে থাকা ওড়িশায় গত মাসে ১ লাখ ৪৭৩টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। দেশের আর কোনও রাজ্যই গত মাসে লাখের গন্ডি টপকাতে পারেনি। গত ২০২১-২২ অর্থবর্ষে সারা দেশে গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল সংযোগে প্রথম স্থান দখল করেছিল পশ্চিমবঙ্গ। সেই ধারা অব্যাহত রেখে চলতি আর্থিক বছরেও বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল সংযোগে দেশের অন্যান্য রাজ্যকে টপকে এক নম্বর স্থানে থেকেই এগিয়ে চলেছে মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে রাজ্যের গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ চলছে জোরকদমে। এই কাজে সবসময় নজর রাখছেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় ও দফতরের পদস্থ কর্তারা। পুলক রায় বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই কাজ করছি। এই সাফল্য আমাদের ধরে রাখতে হবে। আত্মতুষ্ট হলে চলবে না। ২০২৪ এর মধ্যে রাজ্যের গ্রামীণ এলাকার প্রত্যেক বাড়িতে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হবে।“

 

spot_img

Related articles

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...