Monday, November 10, 2025

কেন বারবার সিঙ্গুরে যান? শীতলা মন্দিরে পুজো দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী, দিলেন ভালো থাকার টিপস

Date:

তাঁর সিঙ্গুর (Singur) জমি আন্দোলনের জেরে পটপরিবর্তন হয়েছিল বাংলার রাজনীতির। তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লড়াইয়ে অনিচ্ছুক কৃষকরা ফিরে পেয়েছেন জমি। তাই বারবার সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায়- এটাই এতদিন জানতেন সবাই। তবে, বৃহস্পতিবার ভবানীপুরের কাঁসারিপাড়ার শীতলা মন্দিরে পুজো দিয়ে আসল কথা জানালেন খোদ মুখ্যমন্ত্রী। বললেন, জমি আন্দোলনের সময় সিঙ্গুরের জমিহারা কৃষকদের জন্য সন্তোষী মায়ের কাছে মানত করেছিলেন তিনি। কৃষকরা জমি ফেরত পাওয়ায় সেখানে একটি ছোট মন্দির করেছেন। সেখানেই বারবার যান মুখ্যমন্ত্রী। সন্তোষী মায়ের ব্রত উদযাপনেই শুক্রবার সিঙ্গুর যাবেন মমতা।

সিঙ্গুর আন্দোলনের অজানা কথা এদিন শোনান তৃণমূল সুপ্রিমো। জানান, সিঙ্গুরে জমি ফেরানোর আন্দোলনে সন্তোষীমায়ের নামে ২৬ দিনের অনশন শুরু করেন তিনি। সেই সময় সন্তোষী মায়ের ব্রত রাখেন। “মা সন্তোষী মায়ের কাছে আমার বলা ছিল, কৃষকেরা যদি জমি ফিরে পায় তাহলে আমি এখানে তোমার একটা মন্দির গড়ে দেব এবং সন্তোষী মায়ের ব্রত চালিয়ে যাব। তাই প্রতিবছর কখনও কখনও আমাকে করতে হয়। এবছর যেমন ১৬ সপ্তাহ হয়ে গিয়েছে। কাল আমি উদযাপন করতে সিঙ্গুর যাচ্ছি আমার সেই ছোট্ট সন্তোষী মাতার মন্দিরে।”

আরও পড়ুন:প্রশিক্ষণ ছাড়াই বিমান অবতরণ, এয়ার ভিস্তারাকে ১০ লক্ষ টাকা জরিমানা

এদিন, কাঁসারিপাড়ার শীতলা মন্দিরে পুজোর অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁরা পরমর্শ, ‘‘প্রাণ খুলে হাসুন। লাফিং ক্লাবে যাওয়ার দরকার নেই। প্রতিবেশি, বন্ধুবান্ধব, সহকর্মীদের সঙ্গে মজার গল্প করুন, আড্ডা দিন, হাসুন। তাতেই মন, শরীর ভাল থাকবে।’’




Related articles

GST তুলে দেওয়া উচিত: বিপর্যয়ে কোন বছর কত কোটির বঞ্চনা কেন্দ্রের, হিসাব পেশ মুখ্যমন্ত্রীর

আমফান থেকে রেমাল বা ডানা। যে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের ন্যায্য বাড়ি তৈরির বা একশো দিনের কাজের টাকা...

উত্তরের ভূমিকন্যাকে উত্তরকন্যা থেকে উপহার মুখ্যমন্ত্রীর, বিশ্বজয়ী ক্রিকেটারের নামে ক্রিকেট স্টেডিয়াম

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য উত্তরের ভূমিকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। CAB-তে তাঁকে বঙ্গভূষণ সম্মান, রাজ্য পুলিশের...

যন্তরমন্তরে গুলি চালিয়ে আত্মহত্যার অভিযোগ! তদন্তে দিল্লি পুলিশ

সোমবার যন্তরমন্তরে (Jantan Montar) ভয়াবহ কাণ্ড! সকাল ৯টা নাগাদ প্রকাশ্যে গুলি করে আত্মঘাতী (Suicide) হলেন এক ব্যক্তি। যন্তরমন্তর...

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...
Exit mobile version