Tuesday, August 26, 2025

প্রত্যাশামতোই বৃহস্পতিবার গান্ধীনগরে বিজেপির(BJP) রাজ্য সভাপতি সিআর প্যাটিল এবং  বর্ষীয়ান নেতা নীতীন প্যাটেলের (Nitin Patel)  হাত ধরে বিজেপিতে যোগ দিলেন হার্দিক প্যাটেল(Hardik Patel)। শুধু তাই নয় যোগদানের আগে তিনি জানিয়ে দেবেন আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) ছোট সৈনিক হিসেবে কাজ করতে চান তিনি।

এক কালে বিজেপির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে উত্থান হয়েছিল গুজরাটের তরুণ নেতা হার্দিক প্যাটেলের। তবে সাম্প্রতিক সময়ে কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক তাতে দেখা যায় হার্দিককে। এরপর গত ১৮ মে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস ত্যাগ করেন হার্দিক প্যাটেল। পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ আরো বাড়িয়ে তোলেন তিনি। অভিযোগ তোলেন কংগ্রেস হিন্দু বিরোধী। রাষ্ট্রীয় ঐক্যের কথা না ভেবে দলের স্বার্থে বিভাজনের রাজনীতি করে চলেছে হাত শিবির। হার্দিকের কংগ্রেস ত্যাগের পর কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল এবার বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। তবে শীর্ষ নেতৃত্বের অনুমোদনের জন্য সেই পথে কিছুটা সময় লাগে। সব শেষে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখালেন গুজরাটের তরুণ নেতা।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের আগে একটু ওয়েট করেন হার্দিক। যেখানে তিনি লেখেন, “রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একজন সৈনিক হিসেবে আঞ্চলিক ও সমাজের স্বার্থে কাজ করব।” এদিকে, চলতি বছরের শেষেই গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগে হার্দিকের মতো তরুণ নেতার বিজেপি যোগ নিশ্চিতভাবেই গেরুয়া শিবিরকে লড়াইয়ে খানিকটা এগিয়ে রাখবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।




Related articles

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...
Exit mobile version