Thursday, August 21, 2025

‘লাদেন সেরা ইঞ্জিনিয়ার’, অফিসে জঙ্গির ছবি লাগিয়ে সাসপেন্ড যোগী রাজ্যের আধিকারিক

Date:

গোটা বিশ্বে সন্ত্রাসের অন্যতম নাম ওসামা বিন লাদেনের ছবি উত্তরপ্রদেশে সরকারি বিদ্যুৎ বন্টন সংস্থার অফিসে(Electric Supply Office)। শুধু তাই নয়, এই ছবির সঙ্গে লেখা ‘সম্মানীয় ওসামা বিন লাদেন(Osama bin Laden)। বিশ্বের শ্রেষ্ঠ জুনিয়র ইঞ্জিনিয়ার।’ আর এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি ওই সংস্থার সংশ্লিষ্ট আধিকারিককে সাসপেন্ড করল উত্তরপ্রদেশ সরকার। যদিও নিজের সপক্ষে ওই আধিকারিকের দাবি, ‘যে কেউ যে কারোর আদর্শ হতেই পারে।’

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চল বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেড সংস্থার (VVNL) সাব-ডিভিশনাল অফিসার রবীন্দ্র প্রকাশ গৌতম। তাঁর অফিসের তিনি ঝুলিয়ে রেখেছিলেন লাদেনের ছবি। আর এই ছবির সঙ্গে লেখা ছিল “বিশ্বের শ্রেষ্ঠ জুনিয়র ইঞ্জিনিয়ার”। আর এই ছবি সম্প্রতি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। এর পরই শুরু হয় বিতর্ক। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেন ওই সংস্থার উচ্চপদস্থ কর্তারা। তড়িঘড়ি সাসপেন্ড করা হয় ওই অফিসারকে। এ প্রসঙ্গে ওই জেলার জেলাশাসক সঞ্জয়কুমার সিং জানান, “দক্ষিণাঞ্চল বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেড সংস্থার ম্যানেজিং ডিরেক্টর গৌতমকে সাসপেন্ড করেছেন। পাশাপাশি গোটা বিষটি তদন্ত করে দেখার নির্দেশও দিয়েছেন।” পালটা ওই সরকারি আধিকারিকের দাবি, যে কেউ আমার আদর্শ হতেই পারে। ওসামা বিশ্বের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার ছিলেন। একটা ছবি সরানো হয়েছে তো কি, আমার কাছে আরও ছবি আছে।”




Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version