সিঙ্গুরে আগামী দিনে বহু শিল্প হবে। কোটি কোটি টাকা বিনিয়োগ হবে। লক্ষাধিক কর্মসংস্থান হবে। শুক্রবার, সিঙ্গুরের (Singur) সন্তোষী মায়ের মন্দিরে পুজো দিয়ে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banrejee)। এদিন কামারকুণ্ডু রেল উড়ালপুলেরও উদ্বোধন করেন তিনি।
সিঙ্গুরের মঞ্চে থেকেই ভারচুয়ালি কামারকুণ্ডু রেলব্রিজের উদ্বোধন করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের কথা চূড়ান্ত করা হয়। রাজ্য সরকার জমির বন্দোবস্ত করে বলেই জানান মুখ্যমন্ত্রী। এখানেই মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে শিল্প হবে সিঙ্গুরে।
আরও পড়ুন : রাজ্যের প্রথম আইএস জঙ্গি মুসার যাবজ্জীবন কারাদণ্ড
ফ্লাইওভারটি উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময় এই প্রকল্পটি মঞ্জুর করেছিলেন। তিনি রেলমন্ত্রী থাকাকালীন বাংলায় আরও অনেকগুলি রেল প্রকল্পের উদ্বোধন হয়। সেগুলির মধ্যে অন্যতম বিষ্ণুপুর তারকেশ্বর রেললাইন। এছাড়াও তাঁর রেলমন্ত্রী থাকাকালীন প্রকল্পের অনুমোদন দিয়েছিলেন। এই প্রকল্পেটি তার মধ্যে অন্যতম। এই প্রকল্পে রাজ্য সরকার পুরো জমি সহ ৩৪ কোটি টাকা খরচ করেছে। তৃণমূল (TMC) সরকারে আসার পরে, বিভিন্ন এলাকার উন্নয়নের বিষয়ে কাজ হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্য চন্দননগরের আলোর হাব হয়েছে। তারকেশ্বর ডেভলপমেন্ট কর্পোরেশন তৈরি হয়েছে, তারকেশ্বরের উন্নয়নের জন্য।
এছাড়াও দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ মধ্য সংযোগকারী একটি রাস্তা তৈরি করা হচ্ছে তার জন্য তিন হাজার কোটি টাকা খরচ হবে। মমতা বলেন, এখানে যেমন কৃষির অগ্রাধিকার দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এখানে তৈরি হচ্ছে একটি অ্যাগ্রো হাব। তার সঙ্গে সঙ্গে উত্তরপাড়ায় তৈরি হবে গাড়ি কারখানা। ডানকুনিতে কোচ কারখানা। সব মিলিয়ে শিল্প এবং কৃষি রাজ্যকে সমৃদ্ধ করবে বলে মন্তব্য করেন মমতা। একই সঙ্গে তিনি জানান, এই সব শিল্পে বিপুল কর্ম সংস্থান হবে