Monday, August 25, 2025

অবশেষে সব জল্পনার অবসান। এটিকে মোহনবাগান (ATK Mohunbagan) সঙ্গে সম্পর্ক ছিন্ন হল ফিজির তারকা ফুটবলার রয় কৃষ্ণার (Roy Krishna)। শুক্রবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানান হল মোহনবাগানের পক্ষ থেকে। সোশ্যাল মিডিয়ায় রয়ের বিদায়ের খবর প্রকাশ করে মোহনবাগান। একটি রিলে মাধ্যমে প্রয়াত গায়ক কে কে এর জনপ্রিয় গান ‘পল’ গানের মাধ্যমে বিদায় জানানো হল বাগানের প্রান ভোমরাকে হল।

২০১৯ সালে ওয়েলিংটন ফিনিক্স থেকে এটিকেতে যোগ দিয়েছিলেন রয় কৃষ্ণা। জিতেছিলেন আইএসএল। তারপর এটিকের সঙ্গে  মোহনবাগানের মার্জের পর দু’বছর এটিকে মোহনবাগানের হয়ে খেলেছেন রয়। আইএসএল কেরিয়ারে ৫২ ম্যাচে ৩৩ গোল ও ১৩টি অ্যাসিস্ট করেছেন রয় কৃষ্ণা। সম্প্রতি এএফসি কাপেও এটিকে মোহনবাগানের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন রয়। করেছেন একটি গোলও।

সূত্রের খবর, রয় কৃষ্ণার ক্লাব ছাড়ার পিছনে রয়েছে চুক্তিগত কারণ। জানা যাচ্ছে এটিকে মোহনবাগান রাখতে চেয়েছিল রয় কৃষ্ণাকে। তবে শুধু আইএসএল নয়, কলকাতা লিগ, আইএফএ শিল্ড ও ডুরান্ড কাপেও রয়কে চেয়েছিল সবুজ-মেরুন ক্লাব। আর এতেই সহমত হননি রয়। শোনা যাচ্ছে, এটিকে মোহনবাগান ১০ মাসের চুক্তির অফার করেছিল, কিন্তু রয় কৃষ্ণা এতদিন দেশের বাইরে থাকতে রাজি ছিলেন না। তিনি শুধু এএফসি কাপ ও আইএসএলের জন্য খেলতে চেয়েছিলেন।

আরও পড়ুন:Liston Colaco: এএফসি এশিয়ান কাপে নিজের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া লিস্টন কোলাসো

ইতিমধ্যেই একাধিক ক্লাবের অফার রয়েছে কৃষ্ণার হাতে। তারমধ‍্যে রয়েছে ইস্টবেঙ্গলের অফারও। এখন দেখার মোহনবাগান থেকে বেড়িয়ে আগামী মরশুমে কোন ক্লাবে যান ফিজির তারকা।

 

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version