KK-এর অনুষ্ঠানে কোনও অস্বাভাবিকতা ছিল না: বিনীত গোয়েল, ভবিষ্যতে ফেস্টের জন্য জারি নির্দেশিকা

নজরুল মঞ্চে সেদিন KK-এর অনুষ্ঠানে কোনও অস্বাভাবিকতা ছিল না। তবে, মাত্রাতিরক্ত ভিড় ছিল। শুক্রবার, সাংবাদিক বৈঠক করে একথা জানান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Police Commissioner Vinit Goyel)। এসিও ঠিকঠাক কাজ করছিল বলে জানান তিনি।

বিনীত গোয়েল জানান, আড়াই হাজারের বেশি দর্শক চলে গিয়েছিলেন। ভিড় হঠাতে অগ্নি নির্বাপকের ব্যবহার করা হয়েছে। তবে, সেটা যেখানে হয়েছিল, সেটা স্টেজ থেকে অনেকটাই দূরে ছিল। বিনীত গোয়েল জানান, বিষয়টি খতিয়ে দেখতে তাঁরা অনুষ্ঠানের দিনের ভিডিও ফুটেজ দেখেন। সেখানে কেকে-র আচরণে কোনও অস্বাভাবিকতা ধরা পড়েনি।

আগামী দিনে বিধি মানলে তবেই কলেজ ফেস্টের অনুমতি দেওয়া হবে। পুলিশকে আগে থেকে অনুষ্ঠানের বিষয়ে জানাতে হবে। মাত্রাতিরিক্ত ভিড়ের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে বিষয়ে নজর রাখা হবে। অনুষ্ঠানস্থলে রাখা হবে অ্যাম্বুল্যান্স- কড়া নির্দেশিকা জারি লালবাজারের।

আরও পড়ুন- বিমানবন্দর এবং উড়ানে মাস্ক পরা বাধ্যতামূলক, নির্দেশ দিল্লি হাইকোর্টের

 

Previous articleবিমানবন্দর এবং উড়ানে মাস্ক পরা বাধ্যতামূলক, নির্দেশ দিল্লি হাইকোর্টের
Next articleKolkata: বেলেঘাটায় হেলে পড়ছে বাড়ি! দ্রুত ব্যবস্থার নিলেন ফিরহাদ