বিমানবন্দর এবং উড়ানে মাস্ক পরা বাধ্যতামূলক, নির্দেশ দিল্লি হাইকোর্টের

এবার থেকে বিমানবন্দর এবং উড়ানে সফরকালীন যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। এর অন্যথা হলে সংশ্লিষ্ট  যাত্রীকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। তা না হলে  ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হবে।  এমনই নির্দেশ দিয়েছে দিল্লি হাই কোর্ট। দেশ জুড়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ। করোনার দৈনিক সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী । গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৪ হাজার জন সংক্রমিত হয়েছেন। এই আবহে বিমানবন্দর এবং উড়ানে যাত্রীরা যাতে বাধ্যতামূলক ভাবে কোভিডবিধি মেনে চলেন,  তা নিশ্চিত করতে দিল্লি হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।  ওই জনস্বার্থ মামলার শুনানি শেষে এই নির্দেশ দিয়েছে হাই কোর্টের ভারপ্রাপ্ত মুখ্য বিচারপতি (এসিজে) বিপিন সাংঘবীর নেতৃত্বাধীন বেঞ্চ। বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা  অর্থাৎ ডিজিসিএ-কে  এ ব্যাপারে কড়া পদক্ষেপের  নির্দেশ দিয়েছে দিল্লি হাই কোর্ট। ডিজিসিএ জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী উড়ানে থাকাকালীন একমাত্র খাওয়ার সময় মাস্ক খুলতে পারবেন যাত্রীরা। তবে শুধু যাত্রীদের জন্যই নয় এখন থেকে কোভিডবিধির কড়া নিয়ম মেনে চলতে হবে বিমান সংস্থার চালক থেকে শুরু করে
বিমানসেবিকা-সহ  সব কর্মীদের ।  বিমান কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করার কথাও বলেছে আদালত।

 

 

 

 

 

 

 

Previous article“কেকে সম্পর্কে ব্যক্তিগত কোনও বিদ্বেষ নেই”, বিতর্কিত ফেসবুক লাইভ ডিলিট করলেন রূপঙ্কর
Next articleKK-এর অনুষ্ঠানে কোনও অস্বাভাবিকতা ছিল না: বিনীত গোয়েল, ভবিষ্যতে ফেস্টের জন্য জারি নির্দেশিকা