Tuesday, August 26, 2025

ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টের পরেও KK-র মৃত্যু নিয়ে উদ্যোক্তাদের নিশানা রাজ্যপালের!

Date:

ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ্যে। তাতেও দেখা যাচ্ছে হৃদযন্ত্রে সমস্যার কারণেই মৃত্যু হয়েছে সঙ্গীতশিল্পী KK-র। কিন্তু এবার এই বিষয়টিকে নিয়েও উদ্যোক্তাও পুলিশকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। “কোনও রিস্ক ম্যানেজমেন্টের ব্যবস্থা ছিল না।“ দিল্লি (Delhi) যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে এই মন্তব্য করেন ধনকড় (Jagdeep Dhankar)।

রাজ্যপাল বলেন, কত দর্শক আসবেন, তার ওপর নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল। সঙ্কটের সময় সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। এদিন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধনকড় বলেন, “আমার হৃদয় কাঁদছে। এর থেকে বেশি অব্যবস্থা যেন হতেই পারে না। এর থেকে বেশি ম্যানেজমেন্টে অসাফল্য হতেই পারে না। যদি খতিয়ে দেখা হয়, তাহলে বোঝা যাবে যাঁদের সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব ছিল, যাঁদের সেদিন লোকসংখ্যা নিয়ন্ত্রণে রাখার কথা ছিল, সঙ্কটের সময়ে সুরাহা বের করা যাঁদের দায়িত্ব ছিল, সেই ক্ষেত্রে সম্পূর্ণ অসফল সকলে।“

অথচ এই বিষয়ে শুক্রবারই কলকাতার পুলিশ (Kolkata Police) কমিশনার বিনীত গোয়েল (Vineet Goyal) বলেন, নজরুল মঞ্চের এসি ঠিকমতো কাজ করছিল। KK-র অনুষ্ঠানে কোনও অস্বাভাবিকতা ছিল না। ময়নাতদন্তের রিপোর্টেও ভিড়ে দমবন্ধ হয়ে মৃত্যুর কোনও উল্লেখ নেই। তাহলে, হঠাৎ ধনকড় কেন পরোক্ষে উদ্যোক্তা-সহ পুলিশ-প্রশাসনকে দায়ী করছেন! বিশেষজ্ঞ মহলের মতে, যে কোনও বিষয়ই প্রশাসনকে কাঠগড়ায় তোলাটা অভ্যাসে পরিণত করেছেন ধনকড়। সেই কারণেই এই বিষয় নিয়ে এতদিন পরে হঠাৎ সরব তিনি।

রাজ্যপালকে পাল্টা জবাব দিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তিনি বলেন, ধনকড় যদি জানতেন যে কেকে অসুস্থ, তাহলে তাঁকে একটা ফোন করতে পারতেন। মৃত্যু নিয়ে এই ধরনের রাজনীতি অত্যন্ত নিন্দনীয়। রাজ্যপালের পদমর্যাদার পক্ষে একেবারেই শোভ পায় না।



Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version