কাল জামাইষষ্ঠী, আগুন মাছ- সবজি -ফলের বাজারে

কাল বাঙালির বারো মাসে তেরো পার্বণের এক অন্যতম পার্বণ জামাইষষ্ঠী। এদিকে জামাইষষ্ঠীর আগের দিন বাজারে আগুন। সবজি -মাছ -মাংস -ফল সব কিছুরই দাম আকাশছোঁয়া। গড়িয়াহাট মার্কেট , লেক মার্কেট, শিয়ালদহ বাজার, গড়িয়া বাজার, শ্যামবাজার সর্বত্রই দৃশ্যটা একই।

মানিকতলা এবং গড়িয়াহাট বাজারে ভেটকি মাছ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে৷ পাবদা- পার্শের দর ৬০০ টাকার উপরে৷ বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ টাকা কেজিতে৷ তাও আবার এ বছরের টাটকা মাছ নয়৷ কোল্ড স্টোরেজে থাকা মাছ৷ বড় বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়। গড়িয়া বাজার , শিয়ালদা কোলে মার্কেটেও দাম এরই কাছাকাছি। লেক মার্কেটে এই সব ধরনের মাছের দামই একটু বেশি। বাজার ঘুরে জানা গেল আগামিকাল রবিবার জামাইষষ্ঠীর দিন দাম আরো চড়বে।

পিছিয়ে নেই ফলের বাজারও। আম -জাম -কাঁঠাল- লিচু যা যা জামাইয়ের পাতে দেওয়া হয়, সবের দাম আকাশছোঁয়া। আম ১৫০-২০০ টাকা কেজি, লিচু জাম কাঁঠাল সবের দামই একশোর উপরে ।

স্বাভাবিকভাবেই ষষ্ঠীর দিনে জামাই বরণ করতে মধ্যবিত্ত বাঙালির পকেটে টান পড়ছে। ভাত , ডাল , শুক্তো , ৫ ভাজা, তিন চার রকম মাছ , মাংস , ফল থালা ভর্তি করে সাজিয়ে দিতে গেলেই তো মাসের সব টাকা শেষ।

 

Previous articleঅসুস্থ অভিনেত্রী দোলন রায়
Next articleTrain : কাজ বাকি, ৪ জুন -৩ জুলাই পর্যন্ত ব্যান্ডেলে ব্যাহত ট্রেন পরিষেবা