Train : কাজ বাকি, ৪ জুন -৩ জুলাই পর্যন্ত ব্যান্ডেলে ব্যাহত ট্রেন পরিষেবা

কাজ বাকি । তাই আজ থেকে আগামী একমাস ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল ব্যাহত হবে । শনিবার আপ ও ডাউন মিলিয়ে এখনো পর্যন্ত ১০ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আগামিকাল অর্থাৎ রবিবারও বহু ট্রেন বাতিল করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ইন্টারলকিংয়ের কাজ শেষ হলেও কিছু কাজ বাকি রয়েছে। তাই আজ ৪ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ব্যান্ডেল শাখায় ১০টি ইএমইঊ লোকাল বাতিল করা হয়েছে। এর মধ্যে হাওড়া থেকে ৩টি, ব্যান্ডেল থেকে ৪টি, কাটোয়া, বর্ধমান ও মেমারি থেকে একটি করে ইএম ইউ বাতিল করার কথা জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

এর আগে ঘোষণা করা হয়েছিল, ব্যান্ডেল-শক্তিগড় শাখায় থার্ড লাইন সম্প্রসারণের কাজের জন্য দু’দিন পুরোপুরি বন্ধ থাকবে ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। তার জেরে ২৭ মে দুপুর ৩টে থেকে ৩০ মে দুপুর ৩টে পর্যন্ত, ৭২ ঘণ্টা পাওয়ার ব্লক করা হবে। এর ফলে ২৮ ও ২৯ মে ব্যান্ডেলের ওপর দিয়ে যাওয়া সমস্ত ট্রেন বন্ধ রাখা হয়েছিল।

 

 

Previous articleকাল জামাইষষ্ঠী, আগুন মাছ- সবজি -ফলের বাজারে
Next article“বরটা বড়ই বোকা”! KK-রূপঙ্কর বিতর্কে কেন এমন লিখলেন চৈতালি