এলাকায় টাকা নিয়ে যাচ্ছে বিজেপি নেতারা! কী দাওয়াই দিলেন মমতা?

তিনি বলেন, "নাকা চেকিং হবে। বিশেষ করে নির্বাচনের জায়গাগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢোকাচ্ছে বিজেপি।

বিজেপি নেতাদের গাড়ি, বাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে এলাকায় এভাবে টাকা ঢোকানো নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন চলাকালীন রাজ্যে পুলিশ প্রশাসনকে নাকা চেকিং বাড়ানোর অনুরোধ তৃণমূল সভানেত্রীর। যে বিজেপি নেতারা ক্ষুধার্ত মানুষকে এক পয়সা দেয় না, তাদের নেতাদের হাতে লক্ষ লক্ষ টাকা হাত বদল হওয়াকে তীব্র কটাক্ষ মমতার।

কখনও মেদিনীপুরের খড়গপুর, কখনও দাসপুর। নির্বাচনের ষষ্ঠ দফার আগেই মেদিনীপুর জুড়ে বিজেপি নেতাদের টাকা উদ্ধারে চাঞ্চল্য। পুলিশের নাকা চেকিং আর তল্লাশি এড়াতে কমিশনের নির্দেশে বদলে দেওয়া হল পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারকেই, অভিযোগ করেছিল তৃণমূল। কিন্তু তাতেও বিজেপি নেতাদের লাখ লাখ টাকার লেনদেন বন্ধ হয়নি। নির্বাচনকে প্রহসনে পরিণত করার যে পরিকল্পনা বিজেপি করেছে তার বিরুদ্ধে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “ওরা প্ল্যান করেছে। এখন কোটি কোটি টাকা এলাকায় নিয়ে যাচ্ছে মধ্যরাতে, গাড়িতে করে করে। আবার কেন্দ্র সরকারের গাড়িতে করে করেও।”

তবে যেভাবে রাজ্য প্রশাসন ও পুলিশ সেই টাকা উদ্ধারে তৎপরতা দেখিয়েছে নির্বাচনের প্রথম দফার সময় থেকেই, তাতে পুলিশ প্রশাসনের উপরই ভরসা রাখছেন মমতা। তিনি বলেন, “নাকা চেকিং হবে। বিশেষ করে নির্বাচনের জায়গাগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢোকাচ্ছে বিজেপি। নাকা চেকিং করতে বারবার বলব।”

এই প্রসঙ্গেই ‘ডাকাত’ বিজেপির মুখোশ খুলে দেন মমতা। বারবার তৃণমূলকে চোর অপবাদ দেওয়া বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “মানুষ খেতে না পেলে এক পয়সা দেয় না। একশো দিনের টাকা চাইলে চোর বলে। আসলে নিজেরা তো ডাকাত।”

Previous articleসন্দেশখালির ষড়যন্ত্রের পিছনে অমিত মালব্য! এবার প্রাক্তন বিজেপি নেত্রীর অডিও ক্লিপ ফাঁস
Next articleঅ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে সতর্কবার্তা ভারতীয় গবেষণাপত্রে!