Rafael Nadal: ফরাসি ওপেনের ফাইনালে নাদাল, গুরুতর চোট পেয়ে সেমিফাইনাল থেকে সরে দাঁড়ালেন জেরেভ

চিকিৎসকদের সাহায্যে কোর্টের বাইরে যাওয়ার কয়েক মিনিট পরে ক্রাচে ভোর দিয়ে কোর্টে ফিরে আসেন জেরেভ।

ফরাসি ওপেনের (French Open) ফাইনালে রাফায়েল নাদাল (Rafael Nadal)। শুক্রবার চোট পেয়ে সেমিফাইনাল থেকে সরে দাঁড়ালেন আলেকজান্ডার জেরেভ (Alexander Zverev)।

তিন ঘণ্টার বেশি খেলার পর গোড়ালিতে চোটের কারনে হুইলচেয়ারে বসে কোর্ট ছাড়তে হল জেরেভকে। সেই সময় ৭-৬ (১০/৮), ৬-৬ স্কোরে পিছিয়ে ছিলেন জেরেভ। চিকিৎসকদের সাহায্যে কোর্টের বাইরে যাওয়ার কয়েক মিনিট পরে ক্রাচে ভোর দিয়ে কোর্টে ফিরে আসেন জেরেভ। কোর্টে ফিরে এসে ম্যাচ থেকে নাম তুলে নেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

ম‍্যাচে এদিন প্রথম সেট গড়িয়েছিল টাইব্রেকারে। ৭-৬ গেমে জেতেন নাদাল। দ্বিতীয় সেটও গড়ায় টাইব্রেকারে। সেটের ফল যখন ৬-৬, তখনই চোট পান জেরেভ। কোর্টে শুয়ে পড়েন তিনি। সরকারি ভাবে তখনও কিছু জানা না গেলেও আশঙ্কা করা হচ্ছিল যে চোট গুরুতর। শেষমেশ আশঙ্কাই সত‍্যি হয়। সেমিফাইনালের মাঝপথ থেকে বেরিয়ে যান জেরেভ। ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে যান নাদাল।

আরও পড়ুন:DHFC: দল নিয়ে অনুশীলনে নেমে পড়লেন কিবু

 

 

Previous articleDHFC: দল নিয়ে অনুশীলনে নেমে পড়লেন কিবু
Next articleব্রেকফাস্ট নিউজ : breakfast news