Friday, December 12, 2025

মাত্র ৩৫ শতাংশ নম্বরেই বিজ্ঞান, বাড়ল একাদশের সিট: নির্দেশিকা জারি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

Date:

Share post:

মাধ্যমিকের ফল ( madhyamik result) ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।এবারও জেলায় উল্লেখযোগ্য ভাল ফল হয়েছে।কিন্তু এখন পড়াশোনা কোন বিভাগে এগোবে, তাই নিয়ে রীতিমতো চিন্তিত পড়ুয়ারা, চিন্তায় রয়েছেন অভিভাবকরাও। একাদশে ভর্তি নিয়ে যখন চিন্তাভাবনা করছেন সবাই, সেই সময় এ বার নতুন করে একটি নির্দেশিকা জারি করা হল রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ( westbengal council of higher secondary education) পক্ষ থেকে।

সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কোনও পড়ুয়া যদি বিজ্ঞান ভিত্তিক বিষয় নিয়ে পড়াশোনা করতে চায়, তা হলে মাধ্যমিকে সেই বিষয়ে কত পেতে হবে তাকে।এবার থেকে ৩৫ শতাংশ নম্বর পেলেই বিজ্ঞানের (science) বিষয় নিয়ে পড়তে পারবেন পড়ুয়ারা। কাউন্সিলের পক্ষ থেকে যে নোটিশ জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে, কেউ যদি উচ্চমাধ্যমিক স্তরে অঙ্ক (mathematics) নিয়ে পড়াশোনা করতে চায়, তা হলে তাকে মাধ্যমিক স্তরের অঙ্কে ৩৫ শতাংশ নম্বর পেতে হবে। এছাড়া যদি কেউ জীববিদ্যা বিষয়ে পড়াশোনা করতে চায়, তা হলে মাধ্যমিক স্তরের জীবন বিজ্ঞানে তাকে পেতে হবে ৩৫ শতাংশ। পদার্থবিদ্যা (physics) ও রসায়নে (chemistry) যদি কেউ উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনা করতে চায়, তা হলে মাধ্যমিক স্তরে তাকে ভৌত বিজ্ঞানে পেতে হবে ৩৫ শতাংশ নম্বর। মাধ্যমিকে ভুগোলে ৩৫ শতাংশ নম্বর পেলে তবেই উচ্চমাধ্যমিকে ভুগোল (geography) নেওয়া যাবে আর অঙ্কে ৩৫ শতাংশ নম্বর থাকলে নেওয়া যাবে কম্পিউটার সায়েন্স।

এরই পাশাপাশি, একাদশ শ্রেণিতে ভর্তির (admission) জন্য বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। প্রতিটি স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য বাড়ানো হয়েছে আসন সংখ্যা। সর্বাধিক এক একটি স্কুলে একাদশ শ্রেণিতে ৪০০ জন ছাত্রছাত্রী ভর্তি করানো যাবে। আগে সেই সংখ্যা ছিল ২৭৫ জন। এর ফলে একাদশ শ্রেণিতে ভর্তির সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।




spot_img

Related articles

যৌনপল্লির মহিলাকে বাড়িতে আনতে বাধা: মাকে মারধর-নগ্ন ভিডিও তুলে পতিতাপল্লিতে রেখে এলেন যুবক

যৌনপল্লির (Brothel Home) মহিলাকে বাড়িতে চায় পুত্র। সেই ইচ্ছেয় সম্মতি না দেওয়ায় মা-কে বেদম মারধর করার অভিযোগ উঠল...

MGNREGA থেকে PBGRY: নাম বদল মোদি সরকারের, ‘মহাত্মা’ শব্দ বাদের তীব্র বিরোধিতা কুণালের

১০০ দিনের কাজ করিয়ে টাকা দেয়নি। বঞ্চিত বাংলা। সেই টাকা দেওয়ার নাম নেই উল্টে বাংলাকে আপমান করতে MGNREGA...

তিনবারের মোদি জমানায় প্রথমবার জনগণনা: খরচ হবে ১১ হাজার কোটি

প্রথমবার জনগণনা করতে চলেছে নরেন্দ্র মোদি সরকার। এতদিনে সম্মতি মিলিছে মন্ত্রিসভার। তবে তা শুরু হতেই এখনও একবছরের বেশি...

সোনালির স্বাস্থ্যের খোঁজ সুপ্রিম কোর্টের: স্বামীকে ফেরানো নিয়ে রায় নতুন বছরে

বাংলাদেশ থেকে সদ্য দেশে, নিজের বাড়িতে ফেরা সোনালি খাতুনের স্বাস্থ্যের খোঁজ নিল দেশের শীর্ষ আদালত। সেই সঙ্গে তাঁর...