Saturday, May 3, 2025

১০০ দিনের বকেয়া টাকা না দেওয়ার অভিযোগে এবার সরব তৃণমূল। রবিবার কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে নামেন তৃণমূলের নেতা কর্মীরা। এদিন সকালেই বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে বিধায়ক সওকত মোল্লার নেতৃত্বে মিছিল করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। অন্যদিকে একই অভিযোগে সুকিয়া স্ট্রিটে তৃণমূল নেতা কুণাল ঘোষের নেতৃত্বে প্রতিবাদ মিছিল করেন তৃণমূল নেতা কর্মীরা।



আরও পড়ুন:১২ ঘণ্টা পরও চট্টোগ্রামের কন্টেনার ডিপোতে জ্বলছে আগুন, মৃত ১৯, আহত শতাধিক


গত à§« মাস ধরে রাজ্যের প্রাপ্য ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। বহুবার বলেও কাজ হয়নি। তাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ, রবিবার ও কাল সোমবার পরপর দু’দিন বিক্ষোভ প্রতিবাদে নামবে বাংলা। রাজ্যের প্রত্যেকটি ব্লকে, জেলায় ও শহরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


রাজ্য পঞ্চায়েত দফতর সূত্রে খবর, বেশ কয়েকমাস ধরেই রাজ্যের পাওনা টাকা মেটাচ্ছে না কেন্দ্র। সব মিলিয়ে সাত হাজার ২৯ কোটি ৪৭ লক্ষ টাকা বকেয়া রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার তা অন্যায় ভাবে আটকে রেখেছে বলে তাদের অভিযোগ। টাকা না মেলায় তৃণমূল রাস্তায় নামার কর্মসূচি নিয়েছে।আন্দোলনের পাশাপাশি ফের কেন্দ্রকে চিঠি লেখার বিষয়ে মনস্থির করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। তিনি জানিয়েছেন,‘‘রাজ্যে মোট জব কার্ডের সংখ্যা ১ কোটি ৪৩ লক্ষ। এর মধ্যে কার্যকরী জব কার্ডের সংখ্যা এক কোটি চার লক্ষ। কোনওটিই ভুয়ো নয়। নানা কারণে তাঁরা ৩৯ লক্ষ জব কার্ড হোল্ডার কাজে আসেন না। তাই স্রেফ টাকা আটকে রাখাতেই এ সব বলা হয়েছে। চলতি আর্থিক বছরের দু’মাস কেটে গেলেও শ্রম দিবসের হিসেব জানাচ্ছে না কেন্দ্রীয় সরকার। এ বার ৩২.১৪ কোটি শ্রম দিবসের জন্য গত ২২ ফেব্রুয়ারি গ্রামোন্নয়ন মন্ত্রককে চিঠি দিয়েছি। কিন্তু এখনও টুঁ শব্দ করেনি তারা।”


দিন কয়েক আগেই জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫ ও ৬ জুন রাজ্যজুড়ে ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে প্রতিবাদে রাস্তায় নামতে দলকে নির্দেশ দেন। আর সেইমতো শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি।

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version