অসুস্থ মায়ের নির্দেশে শোভনকে জামাইষষ্ঠী খাওয়ালেন বৈশাখী

0
1

মা খুব অসুস্থ । নিজে হাতে করে বিশেষ কিছুই করে উঠতে পারেন না । কিন্তু মায়ের খুব শখ আজ ষষ্ঠীর দিনে শোভনকে পাত পেড়ে খাওয়াবেন। তাই নিজের মায়ের নির্দেশে শোভন চট্টোপাধ্যায়কে বরণ করে জামাইষষ্ঠী খাওয়ালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রবিবার সকাল থেকেই জামাই ষষ্ঠী উপলক্ষে নানা আয়োজন করা হয়েছিল শোভনের গোলপার্কের বাড়িতে । নানা স্বাদের নানা পদ। মাছ- মাংস -পোলাও -ভাত -মিষ্টি- পায়েস- দই থেকে শুরু করে ফল- শরবত কিছুই বাকি ছিল না । সবই সারাদিন ধরে সাজিয়ে শোভনকে খেতে দিলেন বৈশাখী। সেই সঙ্গে দুজনেই সাজলেন জামাইষষ্ঠীর বাঙালিয়ানার সাজে। আর ঘটা করে করা জামাইষষ্ঠীর এই অনুষ্ঠানের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বৈশাখী জানালেন তাদের জামাইষষ্ঠী উদযাপনের কথা।

আরও পড়ুন- Kabir Suman: “যিনি মারা গেছেন, তিনি ফিরবেন না”, রূপঙ্কর বিতর্কে খোলাচিঠি কবীর সুমনেরÂ