প্রত্যাশামতোই ফরাসি ওপেনে ( French Open) মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন ইগা শিয়নটেক (Iga Swiatek)। রবিবাসরীয় ফাইনালে প্রতিদ্বন্দ্বী কোকো গফকে ৬-১, ৬-৩ স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হন ইগা। ২০২০ সালেও রোলাঁ গ্যাঁরোয় ট্রফি জিতেছিলেন তিনি। নিজের দেশের টেনিস তারকার এই জয়ের সাক্ষী ছিলেন ফুটবল তারকা রবার্ট লেয়নডস্কিও (Robert Lewandowski)। ম্যাচের পর ভিভিআইপি বক্সে উঠে লেয়নডস্কিকে জড়িয়ে ধরেন ইগা।

আর নিজের দেশের ফুটবল অধিনায়ককে দেখে প্রথমে বিশ্বাস করতে পারেননি শিয়নটেক। ম্যাচ শেষে তিনি বলেন, “জানতাম না লেয়নডস্কি আমার খেলা দেখতে আসবেন। কিন্তু দারুণ খুশি হয়েছি। উনি টেনিসের ভক্ত কি না, তা অবশ্য বলতে পারব না।”
এরপাশাপাশি ইগা আরও বলেন,” উনি আমাদের দেশের সবথেকে বড় ক্রীড়া ব্যক্তিত্ব। উনি আমার খেলা দেখতে আসবেন, এটা বিশ্বাস করাই কঠিন।আশা করি উনি আমার খেলা উপভোগ করেছেন। চাইব আগামী দিনেও আমার খেলা দেখতে আসুন।”

আরও পড়ুন:Wriddhiman Saha: কেকেআরের দলে নেই কোন বাঙালি ক্রিকেটার, ক্ষোভ প্রকাশ ঋদ্ধির
