Chief Minister: সোমবার তিনদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ফের উত্তরবঙ্গ (North Bengal) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হবেন। তিন দিনের এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সভা করার কথা মুখ্যমন্ত্রীর। যদিও নবান্নে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক আছে।জানা গিয়েছে, সেই বৈঠক শেষ করার পরে তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন।

নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে বিশেষ বিমানে তিনি প্রথমে যাবেন বাগডোগরা। সেখান থেকে হেলিকপ্টারে করে হাসিমারা এয়ারফোর্স স্টেশনে পৌঁছবেন।ফরেস্ট টুরিস্ট লজে থাকার কথা মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন:উত্তর-পূর্বের ৫ রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা, তবে দিল্লিতে বর্ষণ অধরাই

মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে (alipurduar pared ground) কর্মীসভায় বক্তব্য রাখবেন তিনি। ওই দিন রাতে মালাঙ্গী ফরেস্ট টুরিস্ট লজে থাকবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বুধবার আলিপুরদুয়ার জেলার সুভাষিনী ফুটবল মাঠে একটি গণবিবাহের অনুষ্ঠানেও অংশ নেবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে এয়ারফোর্স স্টেশন থেকে হেলিকপ্টারে (Helicopter) আসবেন বাগডোগরা এয়ারপোর্টে। সেখান থেকে বিশেষ বিমানে বুধবার বিকেলে কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।




Previous articleIga Swiatek: তাঁর খেলা দেখতে এসেছেন লেয়নডস্কি, বিশ্বাস করতেই পারছিলেন না ইগা
Next articleকেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ২৮ নং ওয়ার্ডে তৃণমূলের প্রতিবাদ মিছিল