শেয়ারে বড়সড় ধস! একদিনেই ৮০০ কোটি টাকা খোয়ালেন রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী

টাটা গ্রুপের সংস্থা টাইটানের (Titan) শেয়ারে বড়সড় ধস! আর তার জেরেই একদিনে এক বা দুই নয়, একদিনেই ৮০০ কোটি টাকা খোয়ালেন প্রয়াত বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার (Rakesh Jhunjhunwala) স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালা (Rekha Jhunjhunwala)। সূত্রের খবর, শেয়ার বাজারে (Share Market) সবচেয়ে বিনিয়োগ নাকি এই সংস্থাতেই করেছিলেন রাকেশ। তবে গত শুক্রবার শেয়ার বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত টাইটানে রেখার ১৬ হাজার ৭৯২ কোটি টাকার শেয়ার ছিল। কিন্তু সোমবার বাজার খুলতেই আচমকা একধাক্কায় সংস্থার শেয়ার ৭ শতাংশ পড়ে যায়। আর তার জেরেই ৮০০ কোটিরও বেশি টাকা খোয়ালেন রাকেশ পত্নী।

তবে পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে তাতে আগামিদিনে টাইটান ফের বড়সড় ধসের মুখে পড়তে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন বাজার বিশেষজ্ঞরা। মূলত সোনার দামে বড়সড় হেরফের হওয়ার কারণেই এই পতন বলে মনে করা হচ্ছে। তবে রেখার আশা খুব শীঘ্রই ব্র্যান্ডের সুনামকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াবে টাইটান। জানা গিয়েছে, সোমবারই টাইটানের শেয়ার পৌঁছে যায় ৩,৩৫২.২৫ টাকায়। আর বাজার বন্ধের সময় তা কমে দাঁড়ায় ৩,২৮১.৬৫ টাকায়। এর ফলে সংস্থার বাজারমূল্য ৩ লক্ষ কোটি টাকা থেকে নেমে ২ লক্ষ ৯১ হাজার ৩৪০.৩৫ টাকায় এসে থমকে যায়। যার ফলে রাতারাতি বাজার থেকে হাওয়া হয়ে যায় ২২ হাজার কোটি টাকা। আর তার জেরেই এবার মুখ থুবড়ে পড়ল টাইটান।

 

এদিকে গত অর্থবর্ষ শেষে টাইটানের মোট রোজগার ছিল ১১ হাজার ৪৭২ কোটি টাকা। গত অর্থবর্ষের শেষে তা ছিল ৯ হাজার ৪১৯ কোটি টাকা।

 

Previous articleফের খবরের শিরোেনামে নয়ডা, বিশ্ববিদ্যালয়ের জলের ট্যাঙ্কে মহিলার দেহ!
Next articleসংক্ষিপ্ত SSC-রায়ের পরে সুপ্রিম কোর্টে শ্রদ্ধা মমতার, বিজেপি-র বোমা নিষ্ক্রিয়: খোঁচা অভিষেকের