Wednesday, August 20, 2025

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ২৮ নং ওয়ার্ডে তৃণমূলের প্রতিবাদ মিছিল

Date:

১০০ দিনের কাজ করেছেন রাজ্যবাসী অথচ সেই কাজের টাকা দিচ্ছে না কেন্দ্রের বিজেপি সরকার(BJP Govt)। এরই প্রতিবাদে(Protest) রবিবার কলকাতায় ২৮ নম্বর ওয়ার্ডে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল তৃণমূল(TMC)। এই মিছিলের নেতৃত্বে ছিলেন ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তী(Ayan Chakrabarty), তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh) সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।

গত ৫ মাসে ১০০ দিনের কাজে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া ৬ হাজার কোটি টাকা। অথচ কর্মীদের প্রাপ্ত বকেয়া টাকা দেওয়ার কোনওরকম উদ্যোগ নিচ্ছে না মোদি সরকার। এরই প্রতিবাদে আগামী ৫ ও ৬ জুন রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনে এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল করলেন জোড়াফুল শিবিরের নেতা ও কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম বর্ধমান-সহ বহু জেলায় তৃণমূলের প্রতিবাদ মিছিল আয়োজিত হয় এদিন। বাদ ছিল না কলকাতাও। এদিন ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তীর নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল হয় সুখিয়া স্ট্রিট থেকে রাজাবাজার মোড় পর্যন্ত। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।

আরও পড়ুন:Chief Minister: সোমবার তিনদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

এই মিছিল প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন কুণাল ঘোষ বলেন, “বিজেপি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে নির্বাচনে হেরে। এখন দুইরকমভাবে এই প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা করছে। এক এজেন্সি দিয়ে ও টাকা আটকে দিয়ে। কেন্দ্রের তথ্য বলছে ১০০ দিনের কাজে বাংলা সেরা। অথচ সেই টাকা আটকে দেওয়া হচ্ছে। এটা কার টাকা মানুষের টাকা। যে টাকা এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে সেখান থেকে যা প্রাপ্য বাংলার সেটাই দেওয়া হচ্ছে না। রাজ্যের প্রাপ্য ৯৭ হাজার কোটি টাকা আটকে রেখেছে ওরা। আমাদের দাবি, রাজ্যের সমস্ত বকেয়া টাকা অবিলম্বে শোধ করতে হবে কেন্দ্রকে।”




Related articles

জলমগ্ন মুম্বই, প্রবল বৃষ্টিতে ডুবল অমিতাভের বাংলো!

বৃষ্টি বিপর্যস্ত মুম্বইতে (Rain Disaster in Mumbai) বিপর্যস্ত জনজীবন। রাস্তাঘাট - বাজার হাট থেকে রেল ট্র্যাকের একটা বড়...

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...
Exit mobile version