Sunday, August 24, 2025

হবু বরকে গ্রেফতার করা অসমের ‘লেডি সিংঘম’ এবার নিজেই শ্রীঘরে! কিন্তু কেন?

Date:

প্রতারণার অভিযোগে নিজের বাগদত্তাকে গ্রেফতার করে দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন অসম পুলিশের ‘লেডি সিংঘম’ জুনমণি রাভা। রাতারাতি উঠে এসেছিলেন সংবাদ শিরোনামে। এবার হবু স্বামীর সঙ্গে জালিয়াতিতে যুক্ত থাকার অভিযোগে জুনমণিকেই যেতে হল শ্রীঘরে!

পুলিশি তদন্তের সময় দুই ঠিকাদার অভিযোগ করেন, তাঁরা জুনমণির বাগদত্তা রানা পোগাগের সঙ্গে আর্থিক চুক্তি করেছিলেন। জুনমণির মাধ্যমেই তাঁদের সঙ্গে রানার যোগাযোগ। রানা তাঁদের যে বিপুল টাকা নিয়ে জালিয়াতি করেন, সেটা জুনমণি জানতেন। জুনমণি এই জালিয়াতির ঘটনায় সমান অংশীদার। জুনমণির হয়েই তাঁর হবু বর ঠিকাদারদের কাছ থেকে টাকা তুলতেন। ‘লেডি সিংঘম’ নিজে বাঁচতে তাঁর বাগদত্তাকে গ্রেফতারের নাটক করেছেন।

এমন অভিযোগ পাওয়ার পরই তদন্তকারী পুলিশ অধিকারিকরা জুনমণিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে।টানা দু’দিন জিজ্ঞাসাবাদের পর জেরায় অসঙ্গতি মেলার পর অসমের নগাঁও জেলার সাব-ইনস্পেক্টর জুনমণিকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারকরা। মাজুলি জেলে রয়েছেন তিনি।

প্রসঙ্গত, ওএনজিসিতে চাকরি দেওয়ার নামে বেশকয়েক জনের সঙ্গে আর্থিক প্রতারণা করার অভিযোগে গত ৫ মে নিজের হবু বর রানাকে গ্রেফতার করেন জুনমণি। মাজুলিতে থাকার সময়ই জুনমণির সঙ্গে পরিচয় রানার। সেখান থেকে প্রেম। তারপর গত বছর অক্টোবরে ধুমধাম করে তাঁদের বাগদান পর্ব সম্পন্ন হয়। রানা নিজেকে ওএনজিসির জনসংযোগ বিভাগের কর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন। এর পর নগাঁওতে বদলি হয়ে রানার জালিয়াতির কথা জানতে পারেন বলে জুনমণি দাবি করেছিলেন। রানার ব্যাগ থেকে ওএনজিসির ভুয়ো সিল ও নথিপত্র পেয়ে তাঁকে গ্রেফতার করেন জুনমণি। রানা বর্তমানে মাজুলি জেলে। রানাকে গ্রেফতার করে গোটা অসম জুড়ে জনপ্রিয়তা লাভ করেছিলেন জুনমণি। মানুষ তাঁকে ‘লেডি সিংঘম’ বলে ডাকতে শুরু করে। এবার তাঁকেই জালিয়াতি ও তোলাবাজির অভিযোগে যেতে হল শ্রীঘরে!

আরও পড়ুন:দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বাড়িতে ইডি-র তল্লাশি অভিযান

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version