সরছেন রাজ্যপাল! বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ভিজিটর’ পদে এবার শিক্ষামন্ত্রী: মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

রাজ্যের সরকারি ও সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলির (University ) আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাবের পাশাপাশি, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ‘ভিজিটর’ পদে এবার থেকে শিক্ষামন্ত্রীকে বসানো সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। এই পদে আগে ছিলেন রাজ্যপাল (Governor)। বিধানসভার বাদল অধিবেশনে এই সিদ্ধান্ত বিল আকারে পেশ করা হবে।

২০১৪-১৫ শিক্ষাবর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় যখন তৈরির সময় সময়ে ভিজিটর পদে রাজ্যপালকে বসানোর সিদ্ধান্ত হয়। তাঁর ভূমিকা নিয়েও সেখানে বিস্তারিত উল্লেখ ছিল। বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছিল ভিজিটরকে। মূলত, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির পরিচালনা সংক্রান্ত কাজ নিয়ে তথ্য চাইতে পারেন ভিজিটর। কোনো অভিযোগ পেলে পরিদর্শক দলও পাঠাতে পারেন তিনি।

কিন্তু সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনকড় কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশকিছু বিষয় নিয়ে তথ্য চান। উপাচার্যদের সঙ্গেও বৈঠকের কথা বলেন রাজ্যপাল। এই বিষয় নিয়ে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত চরমে ওঠে। এবার, রাজ্যপালকে সরিয়ে সে স্থানে শিক্ষামন্ত্রীকে আনতে চাইছে রাজ্য।


Previous articleWorld Test Championship Final: লর্ডসে বসতে পারে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালের আসর: সূত্র
Next articleবেসরকারি স্কুলগুলিতে নজরদারি চালাবে শিক্ষা কমিশন, ভাবনায় রয়েছে: জানালেন ব্রাত্য