ভাগীরথীতে বালি বোঝাই লরি, নদীর ৩০ ফুট গভীর থেকে প্রাণ রক্ষা চালক-খালাসির

নিয়ন্ত্রণ হারিয়ে বালি একটি লরি তলিয়ে গেল ভাগীরথী নদীতে। লরি সোজা ঢুকে গেল নদীগর্ভে । নদীর তলায় ৩০ ফুট নিচে আটকে চালক ও খালাসি। কিন্তু শেষ পর্যন্ত লরির দরজা ভেঙে কোনমতে সাঁতরে প্রাণ রক্ষা করলেন চালক ও খালাস। ঘটনাটি ঘটেছে কালনা ঘাটে। জানা গিয়েছে বালিবোঝাই এই লরিটি আসানসোল থেকে চাকদহ যাচ্ছিল। সেইসময় ভাগীরথী নদী পেরোনোর জন্য কালনা ঘাটে আসে লরিটি। সেখানে ভেসেলের মাধ্যমে গাড়ি পারাপার করতে হয়। কিন্তু ভেসেলে তোলার সময়ই বিপত্তি ঘটে। ভেসেলে তুলতে গেলে ব্রেক ফেল করে বালিবোঝাই লরিটি হুড়মুড়িয়ে নদীতে তলিয়ে যায়। জলের গভীরে প্রায় ৩০ ফুট নীচে গিয়ে মাটির মধ্যে গেঁথে যায় লরিটি। জলের নীচে প্রায় কয়েক মিনিট আটকেও থাকেন চালক ও খালাসি। কিন্তু বেশ কিছুক্ষণ ওই অবস্থায় আটকে থাকার পর দরজা খুলে বেরিয়ে আসতে সক্ষম হন চালক ও খালাসি। কোন মতে তারা সাঁতরে ওপরে উঠে আসেন। ফেরিঘাট কর্মীরা তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় । আপাতত দুজনই সুস্থ আছেন বলে জানা গিয়েছে।

 

Previous articleঅনিল আম্বানির বিরুদ্ধে ব্ল্যাক মানি অ্যাক্টে নোটিশ জারি করল আয়কর তদন্ত শাখার  মুম্বই ইউনিট
Next articleসরকারি নার্সের চাকরি পাওয়ায় স্ত্রীর ডান হাত কব্জি থেকে কেটে নিল স্বামী !