ক্যান্সার আক্রান্ত সোমা দাস শিক্ষিকা হিসাবে বাড়ির স্কুলে যোগদান করেছেন। আর এই শিক্ষকতার চাকরি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতে তিনি জানান, ‘‘আমি একটা অনুরোধ করেছিলাম। সরকারের শীর্ষ স্তরের আধিকারিকদের বিবেচনা করতে বলেছিলাম। আমি জানতে পারলাম সোমা স্কুলে যোগদান করেছে। সেটা কার্যকর করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি খুব খুশি হয়েছি।’’
আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে অশ্রাব্য গালিগালাজের লাইভ-ভিডিও! গোয়া থেকে গ্রেফতার রোদ্দুর রায়
হাইকোর্টের নির্দেশের পরই শনিবার শিক্ষকতার চাকরিতে যোগ দেন সোমা দাস৷ ওই দিনই তিনি বীরভূমের নলহাটি থানার মধুরা হাইস্কুলে সহ-শিক্ষক হিসেবে কাজে যোগ দেন৷ শনিবার চাকরিতে যোগ দেওয়ার পর আদালত, শিক্ষা দফতর ও বিচারপতি গঙ্গোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানান সোমা৷ তিনি বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় আমাদের মনে আশা জাগিয়েছেন। কিন্তু বিচারপতি সেই কৃতিত্ব নিতে চাননি৷ বিনীতভাবে বলেন, ‘আমি কিছু করিনি৷ সোমাকে চাকরি দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ ধন্যবাদ আমার প্রাপ্য নয়৷’
