৩দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, রয়েছে ঠাসা কর্মসূচি

৩দিনের উত্তরবঙ্গ সফরে আলিপুরদুয়ারে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কলকাতা থেকে বিমানে বাগডোগরা (Bagdorga) পৌঁছন মমতা। সেখান থেকে হেলিকপ্টারে হাসিমারা এয়ারফোর্স স্টেশনে যান। রাতে মালঙ্গী ফরেস্ট টুরিস্ট লজে ছিলেন মুখ্যমন্ত্রী।



আরও পড়ুন:ভবানীপুরে জোড়া খুনকাণ্ডে উধাও দম্পতির মোবাইল! সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ


GTA ও শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর এই প্রথম উত্তরবঙ্গের গেলেন মুখ্যমন্ত্রী। তিনদিনের সফর শেষে বুধবার ফিরবেন তিনি।

মন্ত্রিসভার বৈঠকের পরই উত্তরবঙ্গের সফরে রওনা হন মুখ্যমন্ত্রী।
এক নজরে মুখ্যমন্ত্রীর সফরসূচি:

• আজ অর্থ্যাৎ মঙ্গলবার সকাল ১১টায় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে কর্মিসভা।
• আজ, মালাঙ্গী ফরেস্ট টুরিস্ট লজে রাত্রিবাস।
• বুধবার আলিপুরদুয়ারের সুভাষিনী ফুটবল গ্রাউন্ডে গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেবেন।
• হাসিমারা এয়ারফোর্স স্টেশন থেকে হেলিকপ্টারে বাগডোগরা।
• বাগডোগরা থেকে বিশেষ বিমানে বুধবার বিকেলে কলকাতায় ফিরবেন।



মঙ্গলবার সভাস্থল ঘুরে দেখেন মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ জেলা নেতৃত্ব। তুমুল তৎপরতায় সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকা।

Previous articleভবানীপুরে জোড়া খুনকাণ্ডে উধাও দম্পতির মোবাইল! সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ
Next articleলক্ষ্য নারী ক্ষমতায়ন, ত্রিপুরা উপনির্বাচনে বড়দোয়ালি কেন্দ্রে প্রার্থী বদল তৃণমূলের