Tuesday, August 26, 2025

ভবানীপুর জোড়া খুনে পরিচিতরা জড়িত বলে অনুমান, দ্রুত ধরা পড়বে আততায়ীরা: ঘটনাস্থলে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

দুপুরে উত্তরবঙ্গ, বিকেলে নিউটাউনের অনুষ্ঠান সেরে বুধবার ভবানীপুরে জোড়া খুনকাণ্ডে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগেই সেখানে পৌঁছে যান কলকাতার পুলিশ (Police) কমিশনার বিনীত গোয়েল (Vinit Goyel)। মমতা বলেন, ভবানীপুরের জোড়া খুনের ঘটনায় পরিচিতদের হাত রয়েছে বলে অনুমান। তবে, দ্রুত আততায়ীরা ধরা পড়বে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম (Firad Hakim), মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biwas)-সহ অনেকে।

নিহত শাহ দম্পতির মেয়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘‘ভবানীপুর শান্ত ছিল শান্তই থাকবে। বাইরে থেকে কেউ এসে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এখানে এই ধরনের ঘটনা বরদাস্ত করব না। পুলিশ ঘটনার তদন্তে অনেকখানিই এগিয়েছে। খুব শীঘ্রই আততায়ী ধরা পড়বে।’’

শাহ দম্পতির ছোট মেয়ে থাকতেন তাঁদের সঙ্গেই। এখন একা হয়ে যাওয়ায় এক দিদির সঙ্গে থাকবেন বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, অনেক তথ্যই সামনে এসেছে। কিন্তু তদন্তের স্বার্থে এখনই বেশি কিছু জানানো যাচ্ছে না।

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত চলছে। পরিচিতরাই এই কাণ্ডের পিছনে আছে বলে অনুমান। দোষীরা খুব দ্রুত গ্রেফতার হবে বলে জানান পুলিশ কমিশনার।


 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version