ফের শিরোনামে গণধর্ষণ ,এবারে ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) এক চলন্ত বাসের মধ্যে। এক নাবালিকাকে বাসের মধ্যে গণধর্ষণের (Gangrape) অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে। সোমবার রাতের এই ঘটনায় বছর দশেক আগের দিল্লির (delhi) নির্ভয়া কাণ্ডের (Nirbhayacase)ছাপ দেখছেন অনেকেই।

যমুনায় আত্মহত্যার সিদ্ধান্ত যুগলের: জলে ঝাঁপ প্রেমিকার, ডাঙায় প্রেমিক, তারপর!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাটনা(Patna) যাওয়ার বাস ধরার জন্য বাসস্ট্যান্ডে এসে দাঁড়ায় ওই নাবালিকা। অভিযুক্ত ড্রাইভার (bus driver)এবং কন্ডাক্টর (conducter) ওই নাবালিকাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে বাসে তোলেন। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) বেতিয়া শহরে। এরপর বাসটিকে সোজা ফাঁকা রাস্তায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্র মারফত জানা যায় নাবালিকাকে কোল্ডড্রিংস খেতে দিয়েছিলেন বাসচালক । সম্ভবত তার মধ্যেই ঘুমের ওষুধ জাতীয় কিছু মেশানো ছিল, যা খেয়ে বেহুঁশ হয়ে পড়েন নাবালিকা। মেয়েটির অচৈতন্য অবস্থার সুযোগ নিয়ে গণধর্ষণ (Gangrape) করে বাসের চালক, সহকারী ও কন্ডাক্টর প্রত্যেকেই। নাবালিকাকে ওই অবস্থায় ফেলে রেখে তাঁরা বাসের দরজার বাইরে থেকে বন্ধ করে পালিয়ে যান। সকালে ঘুম ভাঙে নাবালিকার। বাসের দরজা ধাক্কাধাক্কি করলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে, তারপর পুলিশের কাছে নিয়ে যান। ধর্ষিতা নাবালিকার বয়ানের ভিত্তিতেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
