Tuesday, January 27, 2026

মুকুল রায় বিজেপির বিধায়ক, পদ বাতিলের আবেদন খারিজ অধ্যক্ষের

Date:

Share post:

মুকুল রায়(Mukul Roy) দলবদল করেননি। বিজেপিতেই(BJP) রয়েছেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক। শুভেন্দু অধিকারীর অভিযোগ পুরোপুরি খারিজ করে শুনানি শেষে বুধবার এমনটাই জানালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee)।

২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। এরপর ২০২০ সালে দলের হয়ে ভালো কাজ করার জন্য বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদ দেওয়া হয় মুকুলকে। এরপর একুশের নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয়লাভ করেন মুকুল। তবে এরপরই দেখা যায় উলটপুরান। একুশের নির্বাচন শেষ হওয়ার পর তৃণমূলের সঙ্গে পুনরায় সখ্যতা বারে মুকুলের। দেখা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুলকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছেন। এরপর থেকেই মুকুলের বিধায়ক পদ খারিজের আবেদনে সরব হয় গেরুয়া শিবির। তবে গত ফেব্রুয়ারি মাসে এই অভিযোগ খারিজ করে দেন স্পিকার। এরপর বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্ট অধ্যক্ষকে সিদ্ধান্ত পূনর্বিবেচনা করার নির্দেশ দেয়।

আদালতের নির্দেশ মতো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মুকুল রায়ের আইনজীবীদের সমস্ত যুক্তি শোনেন অধ্যক্ষ। এবং সবশেষে তিনি নির্দেশ দেন মুকুল রায় দলবদল করেননি, তিনি বিজেপিতে রয়েছেন। এদিকে স্পিকারের নির্দেশের পর এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, “তৃণমূলের মন অনেক উদার। পুরনো দিনের তৃণমূল নেতা, তাঁর যদি এখানে আসতে ইচ্ছে হয়, জল খেতে ইচ্ছে হয়, তাহলে কী করা যাবে। উনি বিজেপির প্রতীকে জিতেছেন। বিজেপির বিধায়ক। পুরোনো সহকর্মীদের সঙ্গে দেখা করতে তৃণমূল ভবনে আসতেই পারেন।”


spot_img

Related articles

রামকৃষ্ণ থেকে উত্তম-সত্যজিৎ: প্রথম ভাষণে বাঙালিদের নাম বলে বঙ্গপ্রেমী প্রমাণের চেষ্টা নীতীনের

বাংলা বললে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। বাংলায় সেই বিজেপিই মেলা করে বাঙালি সংস্কৃতির প্রচার করার...

পাকিস্তান-আফগানিস্তানে তুষারঝড়! মৃত ২০, আটকে হাজার হাজার পর্যটক

ঘরের দোরগোড়ায় যখন তুষারপাত আর হাড়কাঁপানো ঠান্ডার দাপট, তখন সীমানা পেরিয়ে দুই প্রতিবেশী রাষ্ট্রে প্রকৃতি আরও বেশি রুদ্রমূপ...

আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে সাহায্য রাজ্যের, চলছে পকেট ফায়ার নিয়ন্ত্রণের কাজ

আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে (Anandapur Massive Fire incident) মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল...

T20 WC: লিটনরা না এলেও ভারতে আসবেন বাংলাদেশের প্রতিনিধিরা, অপ্রস্তুত স্কটল্যান্ড

টি২০ বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ, তাদের পরিবর্ত দল হিসাবে স্কটল্যান্ডের নামও ঘোষণা করে দিয়েছে আইসিসি। বাংলাদেশ দল ভারতে...