Wednesday, November 5, 2025

মুকুল রায় বিজেপির বিধায়ক, পদ বাতিলের আবেদন খারিজ অধ্যক্ষের

Date:

মুকুল রায়(Mukul Roy) দলবদল করেননি। বিজেপিতেই(BJP) রয়েছেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক। শুভেন্দু অধিকারীর অভিযোগ পুরোপুরি খারিজ করে শুনানি শেষে বুধবার এমনটাই জানালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee)।

২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। এরপর ২০২০ সালে দলের হয়ে ভালো কাজ করার জন্য বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদ দেওয়া হয় মুকুলকে। এরপর একুশের নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয়লাভ করেন মুকুল। তবে এরপরই দেখা যায় উলটপুরান। একুশের নির্বাচন শেষ হওয়ার পর তৃণমূলের সঙ্গে পুনরায় সখ্যতা বারে মুকুলের। দেখা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুলকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছেন। এরপর থেকেই মুকুলের বিধায়ক পদ খারিজের আবেদনে সরব হয় গেরুয়া শিবির। তবে গত ফেব্রুয়ারি মাসে এই অভিযোগ খারিজ করে দেন স্পিকার। এরপর বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্ট অধ্যক্ষকে সিদ্ধান্ত পূনর্বিবেচনা করার নির্দেশ দেয়।

আদালতের নির্দেশ মতো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মুকুল রায়ের আইনজীবীদের সমস্ত যুক্তি শোনেন অধ্যক্ষ। এবং সবশেষে তিনি নির্দেশ দেন মুকুল রায় দলবদল করেননি, তিনি বিজেপিতে রয়েছেন। এদিকে স্পিকারের নির্দেশের পর এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, “তৃণমূলের মন অনেক উদার। পুরনো দিনের তৃণমূল নেতা, তাঁর যদি এখানে আসতে ইচ্ছে হয়, জল খেতে ইচ্ছে হয়, তাহলে কী করা যাবে। উনি বিজেপির প্রতীকে জিতেছেন। বিজেপির বিধায়ক। পুরোনো সহকর্মীদের সঙ্গে দেখা করতে তৃণমূল ভবনে আসতেই পারেন।”


Related articles

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...

সেটে গুরুতর অসুস্থ জিতু! ভর্তি হাসপাতালে

আচমকা শুটিং সেটে গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। বুধবার, 'এরাও মানুষ'-এর সেটে আচমকাই বুকে ব্যথা অনুভূব...

রাজ্যে চালু হচ্ছে ফেসলেস মোটরগাড়ি পরিষেবা, আধার যাচাইকরণেই মিলবে ৫০টি সেবা 

পরিবহন পরিষেবাকে আরও দ্রুত, স্বচ্ছ এবং নাগরিক-বান্ধব করতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। পরিবহন দফতর জানিয়েছে, মোট ৫০টি...

SIR-এর প্রতিক্রিয়া! শিখদের স্বাগত, পাক সীমান্তে আটকে দেওয়া হল হিন্দুদের

অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে ভারত-পাক সীমান্ত দিয়ে সাধারণ মানুষের যাতায়াত এখনও স্বাভাবিক হয়নি। তারই মধ্যে গুরু নানক জয়ন্তীতে...
Exit mobile version