মধ্যবিত্তদের অস্বস্তি বাড়িয়ে গত মে মাসের পর জুন মাসে ফের বাড়ল রেপো রেট। এবার ৪.৯ শতাংশ রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক ৷ এর ফলে ফের গৃহঋণ-গাড়িঋণে EMI বাড়ার আশঙ্কা রয়েছে আজ থেকেই নতুন রেপো রেট কার্যকর হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর।
আরও পড়ুন:উত্তরবঙ্গ সফরের শেষদিনে কালচিনিতে গণবিবাহের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী
বুধবার আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস জানান, মনিটরি পলিসি কমিটির সিদ্ধান্ত মতো রেপো রেটে পরিবর্তন আনা হয়েছে। ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে রেপো রেট। নতুন রেপো রেট হয়েছে ৪.৯ শতাংশ। এর আগে গত ৪ মে আরবিআই ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল রেপো রেট। এবারের রেপো রেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল একটি ‘অফ-সাইকেল’ বৈঠকে। এদিন সকালেই আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেন যে মনিটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
এদিন সাংবাদিক সম্মেলনে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেন, অতিমারি এবং যুদ্ধ পরিস্থিতিতে দেশে মুদ্রাস্ফীতি বেড়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা মেপে পা ফেলার সিদ্ধান্ত নিয়েছি। দেশের আর্থিক বৃদ্ধিতে যাতে কোনও প্রভাব না পড়ে সেটা মাথায় রেখেই রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।