সিভিল সার্ভিস পরীক্ষার জন্য ১৯ জুন বাড়তি ট্রেন চালাবে মেট্রো

আগামী ১৯ জুন রবিবার  সিভিল সার্ভিসের (WBCS) প্রিলিমিনারি পরীক্ষা। আর পরীক্ষার্থীদের সুবিধার জন্য রবিবার হওয়া সত্ত্বেও বাড়তি ট্রেন চালাবে মেট্রো।  এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেলের তরফে। সাধারণত  ছুটির দিনে বা রবিবার সকাল ৯টা থেকে মেট্রো চালু হয়। কিন্তু পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগেই  অর্থাৎ সাড়ে  আটটায় চালু হবে মেট্রো। ওই দিন ১৩০টির পরিবর্তে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৩৪টি মেট্রো চলবে। তার মধ্যে মোট ১২৯টি মেট্রো চলবে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে। ১৫ মিনিটের বদলে প্রতি ১০ মিনিট অন্তর মেট্রো চলবে। ওইদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা ৩০ মিনিটে।  দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রোটিও ছাড়বে সকাল ৮টা ৩০ মিনিটে। একইভাবে  দমদম থেকে কবি সুভাষ এবং দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম ট্রেনটিও ছাড়বে সকাল সাড়ে আটটায়।

Previous articleHS Exam : আর হোম সেন্টার নয়, পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক বোর্ডের
Next articleমোদি ইসলামিক দেশের কথা শোনেন কিন্তু ভারতীয় মুসলিমদের নয়: সরব ওয়েইসি