Sunday, November 16, 2025

ফের বাড়ছে করোনা (Corona) আতঙ্ক, দৈনিক সংক্রমণ ৭০০০ এর গণ্ডি পেরিয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central Health Ministry) পরিসংখ্যান অনুসারে ৯৯ দিন পর ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সাত হাজারের গণ্ডি পার হল। পাশাপাশি দেশ জুড়ে বেড়েছে সংক্রমণের হারও। উদ্বেগ বাড়ছে, তাহলে কি চতুর্থ ঢেউ (4th wave) এসে গেল?

করোনা নিয়ে চিন্তা বাড়ছে প্রতিনিয়ত। ইতিমধ্যেই যে সমস্ত এমন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সংক্রমণের হার বাড়ছে সেখানে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আপাতত মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, দিল্লি, উত্তর প্রদেশ এবং তেলেঙ্গানা নিয়ে উদ্বিগ্ন সরকার (Government)। গতকাল ৫০০০- এর কিছু বেশি ছিল দৈনিক সংক্রমণ, গত ২৪ ঘন্টায় সেটা বেড়ে হয়ে গেল ৭,২৪০। বৃহস্পতিবার দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ২ শতাংশের বেশি। একদিনে করোনায় মোট মৃতের সংখ্যা ৮। মহারাষ্ট্রে বুধবার ২৭০১ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের মতে, নতুন সংক্রমণের মধ্যে ১,৭৬৫ জন রোগী মুম্বইয়ের। সবচেয়ে আশঙ্কার কথা, মুম্বইয়ে মোট আক্রান্তের মধ্যে ৯০ শতাংশের বেশি মানুষের শরীরে করোনা কোনও উপসর্গ দেখাচ্ছে না আর সেই কারণেই চিন্তা বাড়ছে। মহারাষ্ট্রে ইতিমধ্যেই ট্রেন, বাস, সিনেমা, অডিটোরিয়াম, অফিস, হাসপাতাল, কলেজ এবং স্কুলের মতো বন্ধ জায়গায় ফেস মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে করোনা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এর মাঝেই সব রাজ্যকে সতর্ক করা হয়েছে। করোনার (Corona) বাড়বাড়ন্তে চতুর্থ ঢেউ -এর আশঙ্কা করছেন অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন এখনই উদ্বিগ্ন হওয়ার মতো সেরকম কিছু ঘটে নি । পাশাপাশি ভ্যাক্সিনেশন (Vaccination)আর বুস্টার ডোজের উপর জোর দেওয়ার কথা বলছেন চিকিৎসকেরা।


Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version