Friday, August 29, 2025

ফের বাড়ছে করোনা (Corona) আতঙ্ক, দৈনিক সংক্রমণ ৭০০০ এর গণ্ডি পেরিয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central Health Ministry) পরিসংখ্যান অনুসারে ৯৯ দিন পর ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সাত হাজারের গণ্ডি পার হল। পাশাপাশি দেশ জুড়ে বেড়েছে সংক্রমণের হারও। উদ্বেগ বাড়ছে, তাহলে কি চতুর্থ ঢেউ (4th wave) এসে গেল?

করোনা নিয়ে চিন্তা বাড়ছে প্রতিনিয়ত। ইতিমধ্যেই যে সমস্ত এমন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সংক্রমণের হার বাড়ছে সেখানে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আপাতত মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, দিল্লি, উত্তর প্রদেশ এবং তেলেঙ্গানা নিয়ে উদ্বিগ্ন সরকার (Government)। গতকাল ৫০০০- এর কিছু বেশি ছিল দৈনিক সংক্রমণ, গত ২৪ ঘন্টায় সেটা বেড়ে হয়ে গেল ৭,২৪০। বৃহস্পতিবার দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ২ শতাংশের বেশি। একদিনে করোনায় মোট মৃতের সংখ্যা ৮। মহারাষ্ট্রে বুধবার ২৭০১ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের মতে, নতুন সংক্রমণের মধ্যে ১,৭৬৫ জন রোগী মুম্বইয়ের। সবচেয়ে আশঙ্কার কথা, মুম্বইয়ে মোট আক্রান্তের মধ্যে ৯০ শতাংশের বেশি মানুষের শরীরে করোনা কোনও উপসর্গ দেখাচ্ছে না আর সেই কারণেই চিন্তা বাড়ছে। মহারাষ্ট্রে ইতিমধ্যেই ট্রেন, বাস, সিনেমা, অডিটোরিয়াম, অফিস, হাসপাতাল, কলেজ এবং স্কুলের মতো বন্ধ জায়গায় ফেস মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে করোনা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এর মাঝেই সব রাজ্যকে সতর্ক করা হয়েছে। করোনার (Corona) বাড়বাড়ন্তে চতুর্থ ঢেউ -এর আশঙ্কা করছেন অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন এখনই উদ্বিগ্ন হওয়ার মতো সেরকম কিছু ঘটে নি । পাশাপাশি ভ্যাক্সিনেশন (Vaccination)আর বুস্টার ডোজের উপর জোর দেওয়ার কথা বলছেন চিকিৎসকেরা।


Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version