Friday, August 22, 2025

দাদার কীর্তি! মাকে খুন করে পার্টি, সুগন্ধি ছড়িয়ে বোনের সামনে বন্দুক হাতে দাদা

Date:

Share post:

সেই বিভীষিকাময় দিন এখনও ভুলতে পারেনি বছর দশেকের মেয়েটি। নিজের দাদা খুন করেছে মাকে (brother killed mother), রক্তে ভেসে যাচ্ছে বিছানা। বন্দুক হাতে দাদাকে (Elder Brother)দেখে শিউরে উঠেছিল সে। অবশেষে সেই ভয়ঙ্কর কাহিনির কথা পুলিশকে জানাল মেয়েটি।

গত শনিবার লখনউয়ে (Lucknow), মাকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে ষোলো বছরের এক কিশোরের বিরুদ্ধে। জানা যায় পাবজি খেলতে বাধা দিয়েছিল তাঁর মা। পাবজি নিয়ে এতটাই আসক্ত ছিল কিশোর যে মায়ের বারণ গ্রাহ্য না করে, জোর করেই খেলতে চায় সে। এই নিয়ে মায়ের সঙ্গে বিবাদের জেরে সেই চরম ঘটনা। বছর দশেকের ছোট্ট মেয়েটি তখন ঘুমিয়ে ছিল। আচমকা একটা শব্দে ঘুম ভেঙে যায় তাঁর। তখনও বোঝে নি তাঁর মাকে গুলি করে খুন করেছে দাদা। শিউরে উঠেছিল সে, এক ছুটে পাশের ঘরে গিয়ে কাঁদতে শুরু করেছিল। দাদা হুমকি দিয়েছিল বোনকে, এই কথা যেন ঘুণাক্ষরেও কেউ টের না পায়। মুখ খুললে তাঁরও ঠিক এমন হাল হবে। এবার পুলিশকে সব কথা জানাল বাচ্চা মেয়েটি। সে জানিয়েছে, দু’দিন ধরে কিছু না খেয়েই ঘরের মধ্যে বন্দি ছিল। খিদের জ্বালা সহ্য করতে না পারায় কান্নাকাটি করতে দাদা নিজেই খাবার বানিয়ে তাঁকে খাওয়ায়। শুধু তাই নয় মেয়েটি জানায়, মাকে খুন করার পর দাদা একদম নির্বিকার ছিল।এমনকি মায়ের দেহের পাশেই রাতে শুয়ে পড়ত। দিন দুই পর পচা গন্ধ ঢাকতে সুগন্ধি (Perfume)ব্যবহার করা শুরু করে তাঁর দাদা। এ ভাবে প্রায় ৩ দিন মায়ের মৃতদেহের পাশেই শুয়েছিল সে। ছোট্ট বোন পুলিশকে জানায় মাকে খুন করার পর দাদার বন্ধুরা পার্টি করার জন্য বাড়িতে এসেছিল। ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুলিশ ওই কিশোরকে গ্রেফতার করেছে বলে জানা যায়।


spot_img

Related articles

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...