মহিমাই হিরো: ক্যানসারের সঙ্গে লড়াই দেখে লিখলেন অনুপম খের

বলিউডে নতুন মুখের আগমনে আস্তে আস্তে সরে গিয়েছেন মহিমা। এবার অন্য যুদ্ধ নেমেছেন তিনি। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত মহিমা। আমেরিকায়(America) চিকিৎসা চলছে মহিমার। তাঁর লড়াইয়ের কথা তুলে ধরছেন অনুপম খের (Anupam Kher)। অনুপমের কথায় মহিমাই হিরো।

0
1

আবার বলিউডে কর্কট (cancer) হানা। স্তন ক্যান্সারে (Cancer) আক্রান্ত মহিমা চৌধুরী। অসুস্থতার কথা দীর্ঘদিন প্রকাশ্যে জানতে চাননি তিনি। অনুপম খেরের (Anupam Kher) সাহায্যে সেই কথা প্রকাশ করলেন মহিমা। একইসঙ্গে জানালেন কেমোথেরাপির ফলে চেহারার পরিবর্তনের কথাও।

নতুন ছবি ‘পরদেশ’ থেকেই বলিউডে জনপ্রিয় মহিমা চৌধুরী (Mahima Chaudhary)। ‘দিল কেয়া করে’, ‘ধড়কন’, ‘দিল হ্যায় তুমহারা’, ‘দাগ’-র মতো একাধিক ছবিতে অভিনয় করেন মহিমা। তবে, বলিউডে নতুন মুখের আগমনে আস্তে আস্তে সরে গিয়েছেন মহিমা। এবার অন্য যুদ্ধ নেমেছেন তিনি। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত মহিমা। আমেরিকায়(America) চিকিৎসা চলছে মহিমার। তাঁর লড়াইয়ের কথা তুলে ধরছেন অনুপম খের (Anupam Kher)। অনুপমের কথায় মহিমাই হিরো।

ক্যানসারের চিকিৎসার কারণে চুল পড়ে গিয়েছে। প্রথম দিন খবরটা শুনে কেঁদে ফেলেছিলেন নিজেই জানিয়েছেন মহিমা চৌধুরী। বয়স্ক, অসুস্থ বাবা-মাকে নিজের অবস্থার কথা স্পষ্ট করে জানাননি তিনি। কিন্তু লড়াই চালিয়ে গিয়েছেন। অনুপমের কেরিয়ারের ৫২৫তম ছবি ‘Signature’- এ দেখা যাবে মহিমাকে। তবে, এই চরিত্রের জন্য উইগ বা পরচুলা ব্যবহার করতে হচ্ছে না অভিনেত্রীর। কারণ, তিনি এখন যেমন দেখতে তেমন লুকেই তাঁকে ধরা হচ্ছে ছবিতে। অনুপমের কথায়, “ মহিমা হল হিরো। আপনারা সকলে ওকে শুভেচ্ছা, ভালোবাসা, আর্শীবাদ দিন। জয় হো।”