Saturday, January 10, 2026

নাড্ডার নির্দেশকে ফুঁৎকারে উড়িয়ে ফের বঙ্গভঙ্গের দাবিতে সরব বিজেপি বিধায়ক

Date:

Share post:

রাজ্য সফরে এসে বিজেপির(BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda) কড়া হুঁশিয়ারি দিয়েছেন, বাংলা ভাগ নিয়ে প্রকাশ্যে কোনও আলটপকা মন্তব্য করা যাবে না। তবে শীর্ষ নেতার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ফের বাংলা ভাগের দাবিতে সরব হতে দেখা গেল বিজেপি বিধায়ককে। এই ঘটনায় অস্বস্তি আরও বাড়ল বঙ্গ বিজেপির। প্রশ্ন উঠতে শুরু করেছে গোষ্ঠী কোন্দলে জর্জরিত বঙ্গ বিজেপির দলীয় শৃঙ্খলা কতখানি তলানিতে গিয়ে পৌঁছেছে, যে দলের সর্বভারতীয় সভাপতির নির্দেশ মানছেন না বিজেপি বিধায়ক।

নাড্ডার কড়া নির্দেশ অমান্য করে শুক্রবার বিধানসভার লবিতে দাঁড়িয়ে বাংলা ভাগের দাবিতে সরব হন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। তিনি বলেন, যাঁরা তাঁকে ভোট দিয়েছেন, তাঁরা চান বাংলা ভাগ। এই দাবিকে চাপা দেওয়া সম্ভব নয়। চাপা দেওয়া সম্ভব হয়নি এই দাবি, আর সম্ভব হবেও না। তবে নাড্ডার নির্দেশ অমান্য প্রসঙ্গে ওই বিধায়কের যুক্তি, প্রধানমন্ত্রী বলেন, ভোকাল ফর লোকাল। স্থানীয় মানুষদের এটাই দাবি। এরপরেই জোর গলায় বলেন, বিধানসভায় দাঁড়িয়ে তিনি এই কথা বলেছেন। দেশের কেন্দ্র সরকারের কাছে এই আবেদন করা হচ্ছে। স্পষ্টভাবে তিনি জানান, যে দাবি তুলেছেন সেই দাবি থেকে কোনোভাবেই সরছেন না তিনি। তবে সর্বভারতীয় সভাপতির নির্দেশ অমান্য করে বিজেপি বিধায়কের এহেন মন্তব্যে ক্ষুব্ধ বঙ্গ বিজেপি। প্রশ্ন উঠতে শুরু করেছে দলের শৃঙ্খলা নিয়ে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বঙ্গ বিজেপি নেতৃত্বকে বারবার প্রকাশ্য সভায় বাংলা ভাগের দাবিতে সরব হতে দেখা গিয়েছে। কখনও দাবিতে উঠে এসেছে উত্তরবঙ্গ তো কখনও জঙ্গলমহল। এই একই দাবি তুলেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএলও। বিষয়টিকে বাংলার মানুষ যে ভালো চোখে দেখছে না তা আঁচ করে এ বিষয়ে মুখ না খোলার নির্দেশ দেন জেপি নাড্ডা। তবে তাঁর সে নির্দেশকে ফুঁৎকারে উড়িয়ে ফের বাংলা ভাগের দাবিতে সরব হলেন বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। একইসঙ্গে তিনি এটাও বুঝিয়ে দিলেন, কথায় কথায় নিজের দলের কঠিন দলীয় শৃঙ্খলার যে গল্প বিজেপি শোনায় রাজ্য বিজেপির কাছে তা আসলে কতখানি ভুয়ো।


spot_img

Related articles

মোদি রাজ্যে অমিতাভকে হেনস্থা! ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে 

নরেন্দ্র মোদি - অমিত শাহের গুজরাটে আক্রান্ত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)!সুরাটে ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর (indian...

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১০ জানুয়ারি (শনিবার) ২০২৬ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১৩৭৬০ ₹ ১৩৭৬০০ ₹ খুচরো পাকা সোনা ১৩৮২৫...