Saturday, January 31, 2026

নাড্ডার নির্দেশকে ফুঁৎকারে উড়িয়ে ফের বঙ্গভঙ্গের দাবিতে সরব বিজেপি বিধায়ক

Date:

Share post:

রাজ্য সফরে এসে বিজেপির(BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda) কড়া হুঁশিয়ারি দিয়েছেন, বাংলা ভাগ নিয়ে প্রকাশ্যে কোনও আলটপকা মন্তব্য করা যাবে না। তবে শীর্ষ নেতার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ফের বাংলা ভাগের দাবিতে সরব হতে দেখা গেল বিজেপি বিধায়ককে। এই ঘটনায় অস্বস্তি আরও বাড়ল বঙ্গ বিজেপির। প্রশ্ন উঠতে শুরু করেছে গোষ্ঠী কোন্দলে জর্জরিত বঙ্গ বিজেপির দলীয় শৃঙ্খলা কতখানি তলানিতে গিয়ে পৌঁছেছে, যে দলের সর্বভারতীয় সভাপতির নির্দেশ মানছেন না বিজেপি বিধায়ক।

নাড্ডার কড়া নির্দেশ অমান্য করে শুক্রবার বিধানসভার লবিতে দাঁড়িয়ে বাংলা ভাগের দাবিতে সরব হন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। তিনি বলেন, যাঁরা তাঁকে ভোট দিয়েছেন, তাঁরা চান বাংলা ভাগ। এই দাবিকে চাপা দেওয়া সম্ভব নয়। চাপা দেওয়া সম্ভব হয়নি এই দাবি, আর সম্ভব হবেও না। তবে নাড্ডার নির্দেশ অমান্য প্রসঙ্গে ওই বিধায়কের যুক্তি, প্রধানমন্ত্রী বলেন, ভোকাল ফর লোকাল। স্থানীয় মানুষদের এটাই দাবি। এরপরেই জোর গলায় বলেন, বিধানসভায় দাঁড়িয়ে তিনি এই কথা বলেছেন। দেশের কেন্দ্র সরকারের কাছে এই আবেদন করা হচ্ছে। স্পষ্টভাবে তিনি জানান, যে দাবি তুলেছেন সেই দাবি থেকে কোনোভাবেই সরছেন না তিনি। তবে সর্বভারতীয় সভাপতির নির্দেশ অমান্য করে বিজেপি বিধায়কের এহেন মন্তব্যে ক্ষুব্ধ বঙ্গ বিজেপি। প্রশ্ন উঠতে শুরু করেছে দলের শৃঙ্খলা নিয়ে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বঙ্গ বিজেপি নেতৃত্বকে বারবার প্রকাশ্য সভায় বাংলা ভাগের দাবিতে সরব হতে দেখা গিয়েছে। কখনও দাবিতে উঠে এসেছে উত্তরবঙ্গ তো কখনও জঙ্গলমহল। এই একই দাবি তুলেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএলও। বিষয়টিকে বাংলার মানুষ যে ভালো চোখে দেখছে না তা আঁচ করে এ বিষয়ে মুখ না খোলার নির্দেশ দেন জেপি নাড্ডা। তবে তাঁর সে নির্দেশকে ফুঁৎকারে উড়িয়ে ফের বাংলা ভাগের দাবিতে সরব হলেন বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। একইসঙ্গে তিনি এটাও বুঝিয়ে দিলেন, কথায় কথায় নিজের দলের কঠিন দলীয় শৃঙ্খলার যে গল্প বিজেপি শোনায় রাজ্য বিজেপির কাছে তা আসলে কতখানি ভুয়ো।


spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...