Thursday, August 28, 2025

নজরে রাষ্ট্রপতি নির্বাচন: ১৫ জুন মমতার ডাকে দিল্লিতে বিরোধী বৈঠক

Date:

দেশের বিরোধী শক্তি একজোট হলে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিকে হারানো সম্ভব। একথা আগেই জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে একজোট হচ্ছে সকল অবিজেপি শক্তি। আগামী ১৫ জুন বিকেল ৩ টেয় নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকে যোগ দিতে ১৫ জুন দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই এই বৈঠকে যোগ দেওয়ার জন্য দেশের ২২ জন অবিজেপি নেতৃত্বকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। যে তালিকায় রয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও।

জানা গিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের এই হাইভোল্টেজ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত থাকবেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসি রাও, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে, ঝাড়খন্ডের হেমন্ত সোরেন, পাঞ্জাবের ভগবন্ত মান, কংগ্রেস সভানেত্রি সোনিয়া গান্ধী, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব, সিপিআই জেনারেল সেক্রেটারি ডি রাজা, সীতারাম ইয়েচুরি, সপা প্রধান অখিলেশ যাদব, এইচ ডি কুমারস্বামী, এইচ ডি দেবেগৌড়া, ফারুখ আবদুল্লা, মেহবুবা মুফতি, সুখবির সিং বাদল, পবন চামলিং, এবং কাদের মহিদিন। আর এই বৈঠকেই চুড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থীর নাম।

প্রসঙ্গত, বিজেপি বিরোধী জোট গড়ার ক্ষেত্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রণী ভূমিকা নিয়েছেন। এর আগে দিল্লিতে এসে তিনি রাষ্ট্রপতি ভোটে ঐক‌্যবদ্ধ প্রার্থী দেওয়ার জন‌্য সলতে পাকানোর কাজও শুরু করেছিলেন। ফলে বিরোধী দলগুলিও তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ‌্যায়ের দিল্লি সফরের দিকে। এদিকে২৪-এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে কংগ্রেস নেত্রী সোনিয়া রাষ্ট্রপতি ভোটকে সামনে রেখে বিরোধী নেতৃত্বের রাশ নিজের হাতে নিতে উদ্যোগী হয়েছেন বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। যদিও বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনতে মমতা বন্দ্যোপাধ‌্যায়কেই ভরসা করছেন সবাই। মমতা দিল্লি এলেই তাই বিরোধী জোটের ছবি স্পষ্ট হবে বলে মনে করছে রাজধানীর রাজনৈতিক মহল।


Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version