Thursday, January 15, 2026

হাওড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে বিশেষ দল, কড়া বার্তা ফিরহাদের

Date:

Share post:

হাওড়া জেলার বিভিন্ন এলাকার সাম্প্রতিক অশান্তি নিয়ন্ত্রণ করতে পুলিশের শীর্ষ আধিকারিকদের নিয়ে ১০ সদস্যের বিশেষ দল গঠন করেছে রাজ্য সরকার। দুই এডিজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে ১০ জনের শীর্ষ আধিকারিককে নিয়ে ওই বিশেষ দল গঠন করা হয়েছে বলে সূত্রের খবর। ওই আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির ওপর নজরদারি চালাবেন। এডিজি (ADG) ও আইজি (IG) নীরজ কুমার সিং (Niraj Kumar Singh) ও নিশাথ পারভেজ (Nisath Parvej) হাওড়ায় পুলিশি ব্যবস্থা পরিচালনা করবেন। এছাড়া দলে থাকছেন ডিআইডি সিআইডি (অপারেশন) মীরাজ খালিদ, ডিআইজি (সীমান্ত) আইবি সুমনজিৎ রায়, আইপিএস অঞ্জলি সিং, এসপি সিআইএফ হোসেন মেহেদি রহমান ও আইপিএস অজিত সিং যাদব। হাওড়া গ্রামীণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থার তদারকিতে থাকবেন এডিজি ইবি অজয় কুমার। তাঁর সঙ্গে থাকবেন ডিআইজি সিআইডি (স্পেশাল) কল্যাণ মুখোপাধ্যায়, ডিআইজি (এপি) দুর্গাপুর ফারহাত আব্বাস, আইপিএস চন্দ্রশেখর বর্ধন ও আইপিএস অনামিত্র দাস। শনিবার, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠক করে জানান, বিজেপি-র উস্কানিতেই বাংলায় অশান্তি হচ্ছে। বাংলায় সবাই শান্তিতে থাকে। এখানে অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী এবিষয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। যারা অশান্তি ছড়াচ্ছে রাজ্যের পুলিশ তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে।

বিজেপির (BJP) জাতীয় মুখপাত্র নূপুর শর্মা ও নেতা নবীন জিন্দালের মন্তব্য ঘিরে গত দু’দিন ধরেই হিংসা ছড়িয়েছে হাওড়ার বিভিন্ন এলাকায়। শুক্রবার দক্ষিণ-পূর্ব শাখায় চেঙ্গাইল স্টেশনে প্রায় সাত ঘণ্টা অবরোধে হাওড়া-খড়্গপুর শাখায় ট্রেন (Train) চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার ডোমজুড়ে কোণা এক্সপ্রেসওয়েতে প্রায় ১১ ঘণ্টা অবরোধ চলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অবরোধ না করার আবেদন জানাচ্ছেন। অশান্তি ছড়ালে তা কড়া হাতে দমন করা হবে বলেও জানান। এবার, রাজ্যের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে বিশেষ দল করা হল।


spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...