Monday, May 12, 2025

হাওড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে বিশেষ দল, কড়া বার্তা ফিরহাদের

Date:

হাওড়া জেলার বিভিন্ন এলাকার সাম্প্রতিক অশান্তি নিয়ন্ত্রণ করতে পুলিশের শীর্ষ আধিকারিকদের নিয়ে ১০ সদস্যের বিশেষ দল গঠন করেছে রাজ্য সরকার। দুই এডিজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে ১০ জনের শীর্ষ আধিকারিককে নিয়ে ওই বিশেষ দল গঠন করা হয়েছে বলে সূত্রের খবর। ওই আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির ওপর নজরদারি চালাবেন। এডিজি (ADG) ও আইজি (IG) নীরজ কুমার সিং (Niraj Kumar Singh) ও নিশাথ পারভেজ (Nisath Parvej) হাওড়ায় পুলিশি ব্যবস্থা পরিচালনা করবেন। এছাড়া দলে থাকছেন ডিআইডি সিআইডি (অপারেশন) মীরাজ খালিদ, ডিআইজি (সীমান্ত) আইবি সুমনজিৎ রায়, আইপিএস অঞ্জলি সিং, এসপি সিআইএফ হোসেন মেহেদি রহমান ও আইপিএস অজিত সিং যাদব। হাওড়া গ্রামীণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থার তদারকিতে থাকবেন এডিজি ইবি অজয় কুমার। তাঁর সঙ্গে থাকবেন ডিআইজি সিআইডি (স্পেশাল) কল্যাণ মুখোপাধ্যায়, ডিআইজি (এপি) দুর্গাপুর ফারহাত আব্বাস, আইপিএস চন্দ্রশেখর বর্ধন ও আইপিএস অনামিত্র দাস। শনিবার, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠক করে জানান, বিজেপি-র উস্কানিতেই বাংলায় অশান্তি হচ্ছে। বাংলায় সবাই শান্তিতে থাকে। এখানে অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী এবিষয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। যারা অশান্তি ছড়াচ্ছে রাজ্যের পুলিশ তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে।

বিজেপির (BJP) জাতীয় মুখপাত্র নূপুর শর্মা ও নেতা নবীন জিন্দালের মন্তব্য ঘিরে গত দু’দিন ধরেই হিংসা ছড়িয়েছে হাওড়ার বিভিন্ন এলাকায়। শুক্রবার দক্ষিণ-পূর্ব শাখায় চেঙ্গাইল স্টেশনে প্রায় সাত ঘণ্টা অবরোধে হাওড়া-খড়্গপুর শাখায় ট্রেন (Train) চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার ডোমজুড়ে কোণা এক্সপ্রেসওয়েতে প্রায় à§§à§§ ঘণ্টা অবরোধ চলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অবরোধ না করার আবেদন জানাচ্ছেন। অশান্তি ছড়ালে তা কড়া হাতে দমন করা হবে বলেও জানান। এবার, রাজ্যের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে বিশেষ দল করা হল।


Related articles

পুলওয়ামার আত্মঘাতী হামলায় মদতের কথা স্বীকার করে ফেলল পাকিস্তান

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। জঙ্গি...

দেশের স্বার্থ বিরোধী: অশান্তির পরিস্থিতিতে বামেদের মিছিলকে ধুইয়ে দিলেন কুণাল

পাকিস্তানী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যখন কেন্দ্রের সরকার অপারেশন সিন্দুর-এর মতো অভিযান চালাচ্ছে দেশের সেনা, সেই সময় পাশে দাঁড়িয়েছে গোটা...

ঝাড়গ্রামে ‘সাদা পাহাড়’ ঘিরে নয়া পর্যটন কেন্দ্র

ঝাড়গ্রামের (Jhargram) পর্যটন পরিকাঠামোয় বড়সড় উন্নয়নে পদক্ষেপ করছে রাজ্য। বেলপাহাড়ির ‘সাদা পাহাড়’ বা স্থানীয়দের কথায় ‘চেতন ডুংরি’ এলাকায়...

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল! ধর্মতলায় ভূগর্ভস্থ পার্কিং প্লাজা-টানেল

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। মেট্রো (Metro) সম্প্রসারণের ফলে ধর্মতলা দ্রুতই হয়ে উঠবে কলকাতার...
Exit mobile version